গলায় জুতোর মালা, গায়ে থুতু—ওপার বাংলায় তালিবানি উল্লাস, দেখলে শিউরে উঠবেন

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অস্থিরতা থামেনি। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চলছে দেশ, কিন্তু নৃশংসতা ও নারকীয়তার ছবি এখনও মেলে প্রতিদিন। রমজান মাসে মৌলবাদীদের ফতোয়া এবং প্রকাশ্যে এক যুবকের উপর চালানো অমানবিক নির্যাতনের ছবি দেখে শিউরে উঠতে হয়।

চাপাইনবাবগঞ্জের একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক যুবকের হাত বাঁধা, মাথার চুল কেটে ফেলা হয়েছে। গলায় জুতোর মালা পরানো হয়েছে এবং লোকজন তাঁর গায়ে থুতু দিচ্ছে। চারপাশে উগ্র মৌলবাদীদের উল্লাস। যুবকটি ছাত্র লিগ নেতা বলে জানা গেছে। তাঁর গলায় একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে লেখা—‘আমি চুরি করি’, ‘আমার গায়ে থুতু ফেল।’

এই ঘটনা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরেছে। কিছুদিন আগেই ঢাকায় ধর্ষণ ও ডাকাতির মতো অপরাধের অভিযোগ ওঠে। মাত্র ২ ঘণ্টায় ৮৩টি এলাকায় ডাকাতির অভিযোগ পাওয়া যায়। কোথাও ছিনতাই, কোথাও গুলি, আবার কোথাও চপার দিয়ে কোপানোর মতো ঘটনাও ঘটেছে। রাজধানী ঢাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাতভর আন্দোলন হয়েছে। প্রশাসন আশ্বাস দিলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

চাপাইনবাবগঞ্জের এই ঘটনা আবারও প্রমাণ করে, বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এপার বাংলার মানুষ এই নৃশংসতা দেখে প্রশ্ন তুলছেন—এমন অমানবিকতা আর কতদিন চলবে?