সোমবার সকালেই রেল পরিষেবায় বড় ধাক্কা! একের পর এক ট্রেন দাঁড়িয়ে থাকল স্টেশনেই, পরীক্ষার্থীদের দুর্ভোগ

সপ্তাহের প্রথম দিনেই রেল পরিষেবায় বড় ধরনের বিপত্তি। সোমবার সকালে শিয়ালদহের দক্ষিণ শাখার মাঝেরহাট স্টেশনে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থায় হঠাৎ গোলযোগ দেখা দেয়। এর জেরে প্রায় এক ঘণ্টা ধরে বন্ধ থাকে রেল পরিষেবা। যাত্রীদের ভোগান্তি কমাতে রেল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ ম্যানুয়াল সিগন্যালিং ব্যবস্থায় ট্রেন চলাচল শুরু করে।
এই রুটটি দক্ষিণ ২৪ পরগনার বজবজ, মহেশতলার মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিকে শিয়ালদহের সঙ্গে যুক্ত করে। তাই সিগন্যাল বিভ্রাটের কারণে পুরো রুটেই চাপ বেড়ে যায়। বিশেষ করে আজকের দিনটি ছিল আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ সোমবার থেকেই শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে।
রেল সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৩৫ মিনিট নাগাদ সিগন্যালিং সমস্যা ধরা পড়ে। এরপর ম্যানুয়াল সিস্টেমে ট্রেন চলাচল শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর, সকাল ৮টা ৪৮ মিনিট নাগাদ গোলযোগ মিটে গেলে আবার স্বাভাবিক হয় রেল পরিষেবা। তবে এই সময়ের মধ্যে মাঝেরহাট স্টেশনে একের পর এক ট্রেন আটকে যায়, যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।
এই ঘটনায় যাত্রীদের ক্ষোভ প্রকাশ পায়। অনেকেই অভিযোগ করেন, রেল পরিষেবায় এমন গোলযোগের কারণে তাদের গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটছে। বিশেষ করে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য এই পরিস্থিতি ছিল চরম অসুবিধাজনক। রেল কর্তৃপক্ষের তরফ থেকে দ্রুত সমস্যা সমাধান করা হলেও, যাত্রীদের ভোগান্তি পুরোপুরি কাটেনি।