টালার প্রাক্তন ওসির সিমেই লুকিয়ে রহস্য! আরজি কর-কাণ্ডে ‘বৃহত্তর ষড়যন্ত্রের’ সন্ধানে CBI

তিলোত্তমা-কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড ঘোষণা হলেও তদন্ত এখনো চলছে। সিবিআই কি এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে? এই প্রশ্ন তুলে নির্যাতিতার বাবা-মা আদালতে আবেদন করেন, যার ভিত্তিতে বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল তদন্তকারীরা।

তদন্তে নতুন মোড়!
সিবিআই জানিয়েছে, তথ্যলোপাট সংক্রান্ত মামলায় তাদের তদন্ত অব্যাহত। আরজি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগ বহুবার উঠেছে, এবার স্টেটাস রিপোর্টেও উঠে এল সেই ষড়যন্ত্রের কথা। সিবিআই আশঙ্কা করছে, ঘটনার নেপথ্যে আরও বড় কোনও ষড়যন্ত্র রয়েছে, যা নিয়ে শীঘ্রই তারা সম্পূরক চার্জশিট পেশ করতে পারে।

টালা থানার প্রাক্তন ওসির সিম নিয়ে রহস্য!
তদন্তকারীদের নজরে রয়েছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বাজেয়াপ্ত সিম। সিবিআই স্পষ্ট জানিয়েছে, ওই সিম ফেরত দেওয়া সম্ভব নয়, কারণ তা তথ্যপ্রমাণ নষ্ট করতে পারে। আদালতও এই যুক্তিতে সম্মতি জানিয়েছে।

কি লুকিয়ে আছে তথ্যলোপাট মামলায়?
তিলোত্তমা ধর্ষণের আগে কার সঙ্গে ডিনার করেছিলেন? কেন অপরাধস্থলে আরজি কর কর্তৃপক্ষের অস্বাভাবিক ভিড় হয়েছিল? তদন্তকারীরা মনে করছেন, এই প্রশ্নগুলোর উত্তরেই লুকিয়ে রয়েছে রহস্যের চাবিকাঠি। এর আগে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসি ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হলেও, যথাযথ প্রমাণের অভাবে তারা জামিন পেয়েছিলেন।

১৭ মার্চ সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির আগে, সিবিআইয়ের নতুন চার্জশিট কি নতুন মোড় আনবে? নজর এখন সেদিকেই!