নতুন বছরে স্বস্তি পেতে পারে মধ্যবিত্ত পরিবারের লোকেরা, ৮০ টাকায় পেট্রোল-ডিজেলের দাম নেমে আসার সম্ভাবনা?

বর্তমানে পেট্রোলের দাম লিটার প্রতি ১১২ টাকা, আর ডিজেল ৯১ থেকে ৯৩ টাকার মধ্যে ওঠানামা করছে। লোকসভা নির্বাচনের সময় মাত্র ২ টাকা কমানো হয়েছিল, তারপর থেকে তেমন কোনো পরিবর্তন আসেনি। তবে নতুন বছরে মধ্যবিত্তদের জন্য সুখবর আসতে পারে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমায় পেট্রোল-ডিজেলের দামও কমার সম্ভাবনা দেখা দিয়েছে।

২০২৪ সালের মাঝামাঝি সময়ে তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। এপ্রিলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারে পৌঁছেছিল। ডিসেম্বর-জানুয়ারিতে আবারও দাম বেড়ে যায়। তবে বর্তমানে বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম অনেকটাই কমেছে। ব্যারেল প্রতি দাম এখন ৭২ ডলার, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড (ডব্লিউটিআই) ৬৮ ডলারে নেমে এসেছে।

এই সুযোগে ভারত সস্তায় তেল কিনছে, যা পেট্রোল-ডিজেলের দাম কমাতে সাহায্য করতে পারে। বিশেষজ্ঞদের মতে, পেট্রোল-ডিজেলের দাম ৮০ টাকা পর্যন্ত কমতে পারে। তবে ডলারের দাম বৃদ্ধি এবং টাকার অবমূল্যায়ন এই সুবিধাকে কিছুটা ব্যাহত করছে। তেল আমদানির খরচ বেড়ে যাওয়ায় দাম কমানো কঠিন হয়ে পড়ছে। এদিকে, কেউ কেউ রাজনৈতিক কারণেও দাম কমানো হচ্ছে না বলে মনে করছেন। এখন অপেক্ষা সরকার ও তেল কোম্পানিগুলোর সিদ্ধান্তের।