বিশেষ: ভারতে প্রতি বছরে বিয়ে হচ্ছে প্রায় ৩৫-৪০ লাখ, অনুষ্ঠান ঘিরে হচ্ছে কোটি কোটি টাকার কারবার

গত কয়েক বছরের রেকর্ড ভেঙে এবার বিয়ের সংখ্যা বেড়েছে। চার হাত এক করার সব অনুষ্ঠানের ফলে বাজারেও বেশ প্রভাব পড়ছে। বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়ি তৈরি, বাড়ি সংস্কার, বাড়ি বা ফ্ল্যাট রং করা, নতুন ফ্ল্যাট কেনা, বিয়ের কেনাকাটা, আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধবদের জন্য প্রীতিভোজ, উপহার কেনায় বছরে খরচ হচ্ছে ৪ লাখ কোটি টাকার বেশি অর্থ।
সংস্থাটির সাধারণ সম্পাদক প্রবীণ খাণ্ডেলওয়াল বলেন, এ বছর ১২ লাখ বিয়ের প্রতিটিতে খরচ হচ্ছে কমবেশি ১০ লাখ টাকা। এছাড়া ছয় লাখ বিয়েতে বর ও কনে দুপক্ষ খরচ করছে প্রায় ২৫ লাখ টাকা করে। আর ৫০ হাজার বিয়ে রয়েছে, যেখানে এক একটি বিয়ের বাজেট ৫০ লাখ টাকা। আরও ৫০ হাজার বিয়ে আছে যেখানে এক একটিতে খরচ হচ্ছে এক কোটি বা তার চেয়েও বেশি টাকা।
সমীক্ষা বলছে, আগামী ২৩ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রচুর বিয়ের অনুষ্ঠান আছে। পরের বছর আবার জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে অনেক বিয়ের অনুষ্ঠান ঠিক হয়েছে। গত বছর সারা দেশে ৩২ লাখ বিয়ে হয়েছিল। ব্যবসা হয়েছিল ৩.৭৫ লক্ষ কোটি টাকার। এ বার সেটা অনেকটাই বেড়েছে। ইতোমধ্যে বিভিন্ন ভোজসভা, হোটেল, পার্ক, খামারবাড়ি ‘বুকিং’ হয়ে গেছে।
বলা হচ্ছে, বিয়ের এমন ভরা বাজারে বড় থেকে খুচরো ব্যবসায়ীরা ভালো লাভবান হবেন। ভোজসভার মালিক থেকে গাড়ির চালক, কেটারিং সংস্থা থেকে ফুলের দোকানদার, আলোর ব্যবসায়ী থেকে উপহার বিক্রেতা— ছোট-বড় সবার কাজ এবং ব্যস্ততা আরও বাড়বে।-