লজ্জার রিপোর্ট, এবার মুখ পুড়ল মেয়র ফিরহাদ হাকিমের
August 7, 2022

কলকাতার পুরনিগমের বৈঠকে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ডেঙ্গু-ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত নিয়ে এবার মুখ পুড়ল কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রা ফিরহাদ হাকিমের। মেয়রের ওয়ার্ডেই ডেঙ্গু-ম্যালেরিয়ার প্রবণতা বেশি।
কলকাতার পুরনিগমের বৈঠকে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেল। ফিরহাদ হাকিমের ৮২ নম্বর ওয়ার্ডে গত জুলাইয়ের মাঝামাঝি থেকে অগাস্টের শুরু পর্যন্ত সাতজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এবছরে ২২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন কলকাতায়। আর ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ২৭৭২।
প্রসঙ্গত, নতুন মন্ত্রীসভা গঠনের পর ফিরহাদ হাকিমের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে ২টি দফতর। তাঁর কাছ থেকে পরিবহন এবং আবাসন দফতর কেড়ে নেওয়া হয়েছে। পরিবর্তে স্নেহাশিস চক্রবর্তীকে পরিবহন দফতর দেওয়া হয়েছে। এবং আবাসন দফতর দেওয়া হয়েছে অরুপ বিশ্বাসকে।