দলের নির্দেশ অমান্য, শিশির এবং দিব্যেন্দুর বিরুদ্ধে কড়া তৃণমূল

উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। অন্যদিকে দলের নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছিলেন তৃণমূল সাংসদ শিশির এবং দিব্যেন্দু অধিকারী। এই কারণে এবার তাদের দুজনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে দল।

ইতিমধ্যে দুই সাংসদকে ফের চিঠি দিয়েছেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বার্তা, দুই সাংসদের আচরণের উপর নজর রাখছে দল। জানা গিয়েছে, সেই চিঠি লোকসভার অধ্যক্ষর হাতে তুলে দেওয়া হবে। হয় অধ্যক্ষ কোনো ব্যবস্থা নেবেন নয়তো দল ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন জগদীপ ধনখড়। প্রত্যাশা মতোই বিরোধী জোটের প্রার্থী তথা কংগ্রেসের মার্গারেট আলভাকে বিপুল ভোটে হারিয়েছেন জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোট পড়েছে ৭২৫টি। ৭২৫টি ভোটের মধ্যে জগদীপ ধনখড় পেয়েছেন ৫২৮টি ভোট বিরোধী জোটের প্রার্থী তথা কংগ্রেসের মার্গারেট আলভা পেয়েছেন ১২৮টি ভোট।