শিগ্রই বাবা হচ্ছেন এই টলিউড তারকা, পরমব্রত-পিয়ার জীবনে আসছে নতুন সদস্য

ভ্যালেন্টাইন্স ডে-র ঠিক পরের দিনই টলিপাড়ায় খুশির খবর! জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী শীঘ্রই বাবা-মা হতে চলেছেন। শনিবার, সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজেদের নতুন জীবনের সুখবর ভাগ করে নিলেন এই তারকা দম্পতি।

সোশ্যাল মিডিয়ায় সুখবর

শনিবার, পরমব্রত ও পিয়া তাঁদের ইনস্টাগ্রাম পেজ থেকে চারটি ছবি শেয়ার করেন। প্রথম ছবিতে পরমব্রত ও পিয়াকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়, দ্বিতীয় ছবিতে তাঁদের পোষ্য কুকুর নিনা, তৃতীয় ছবিতে বিড়াল বাঘা এবং চতুর্থ ছবিতে স্পষ্টভাবে লেখা ছিল – “Baby on the way”। ছবির ক্যাপশনে তাঁরা লেখেন, “ভ্যালেন্টাইন্স ডে-এর পার্টি করতে একটু দেরি হল…আমরা ব্যস্ত ছিলাম ১) নিজেদের নিয়ে ২) আমাদের বড় মেয়ে নিনাকে নিয়ে ৩) গত বছর আসা বাঘাকে নিয়ে ৪) আর আমাদের ভালোবাসা গড়ে উঠছে, নতুন সদস্য যোগ হতে চলেছে এই পরিবারে।” এই পোস্ট দেখেই বোঝা যায়, পরমব্রত ও পিয়া তাঁদের নতুন অতিথির অপেক্ষায় রয়েছেন।

কবে আসছে নতুন সদস্য?

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিয়া জানান, তিনি এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সব ঠিকঠাক থাকলে জুন মাসেই তাঁদের সন্তান পৃথিবীর আলো দেখবে। এই খবরে তাঁদের অনুরাগীরা বেজায় খুশি। ইন্ডাস্ট্রির অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি, পিয়া তাঁর পোস্টে জানিয়েছেন, তাঁদের জীবনে আসছে “জেন বিটা”।

পরম-পিয়ার সম্পর্কের যাত্রা

২০২৩ সালের নভেম্বরে, খুব গোপনে, কাছের কয়েকজনকে সাক্ষী রেখে আইনি বিয়ে সারেন পরমব্রত ও পিয়া। তবে বিয়ের আগেই তাঁদের প্রেম নিয়ে চর্চা চলছিল। যদিও তাঁরা প্রথমে একে অপরকে ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছিলেন, শেষমেশ বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। বিয়ের পরও তাঁদের সম্পর্কের সমীকরণ একই রকম রয়েছে বলে জানিয়েছেন পরমব্রত ও পিয়া। এবার তাঁদের পরিবারে নতুন অতিথির আগমনের খবর তাঁদের জীবনকে আরও আনন্দময় করে তুলবে।

 

View this post on Instagram

 

A post shared by Piya Chakraborty (@piya_chakraborty)

পিয়ার দ্বিতীয় সংসার

প্রসঙ্গত, এটি পিয়া চক্রবর্তীর দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি গায়ক অনুপম রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, যদিও তাঁদের কোনও সন্তান ছিল না। অনুপমের সঙ্গে বিচ্ছেদের পর পরমব্রতের সঙ্গে সম্পর্কে জড়ান পিয়া। তাঁদের সম্পর্ক নিয়ে নানা সময়ে গুঞ্জন উঠলেও, তাঁরা সব কিছুকে উপেক্ষা করে নিজেদের মতো করে সম্পর্ক এগিয়ে নিয়ে যান। এবার তাঁদের পরিবারে নতুন অতিথির আসার খবরে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে টলিপাড়ায়।

তারকা দম্পতিকে শুভেচ্ছা

পরমব্রত-পিয়ার সুখবর জানার পর থেকেই টলিউড তারকারা ও অনুরাগীরা তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। তাঁদের এই নতুন পর্বের জন্য সকলেই শুভকামনা জানিয়েছেন।