‘বিরোধীদের ভোট গিয়েছে বিজেপিতে’: মার্গারেট আলভা

উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। অন্যদিকে উপরাষ্ট্রপতি নির্বাচনে হেরেই বিস্ফোরক অভিযোগ আনলেন বিরোধী প্রার্থী মার্গারেট আলভা। টুইটে তিনি অভিযোগ তোলেন, বিরোধী শিবিরের একাধিক নেতারা জগদীপ ধনখড়কে সমর্থন করে বিরোধী ঐক্যকে তছনছ করেছেন।

নিজের টুইটে কার্যত ক্ষোভের সুরে মার্গারেট আলভা লেখেন, ‘এই নির্বাচনই সুযোগ ছিল বিরোধী ঐক্য ধরে রাখার।’ কার্যত সুর চড়িয়ে তিনি লেখেন, ‘কিছু বিরোধী দল সরাসরি বা পরোক্ষে বিজেপিকে সমর্থন করেছে।’

প্রসঙ্গত, উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন জগদীপ ধনখড়। প্রত্যাশা মতোই বিরোধী জোটের প্রার্থী তথা কংগ্রেসের মার্গারেট আলভাকে বিপুল ভোটে হারালেন জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোট পড়েছে ৭২৫টি।

৭২৫টি ভোটের মধ্যে জগদীপ ধনখড় পেয়েছেন ৫২৮টি ভোট। যা মোট ভোটের ৭০ শতাংশ। অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী তথা কংগ্রেসের মার্গারেট আলভা পেয়েছেন ১২৮টি ভোট।