সারাক্ষণ আপনার স্বাস্থ্যের অবস্থার আপডেট দেবে স্মার্টওয়াচ, জেনেনিন কত দাম?

স্মার্টওয়াচের জগতে ভারতীয় সংস্থা বোল্ট এখন বেশ জনপ্রিয়। একের পর এক স্মার্টওয়াচ বাজারে আনছে তারা। এবার বোল্ট ড্রিফট ম্যাক্স স্মার্টওয়াচ আনলো তারা। ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট রয়েছে এই ডিভাইসে। ফোনের সঙ্গে স্মার্টওয়াচ সংযুক্ত করলে কষ্ট করে আর পকেট কিংবা ব্যাগ থেকে ফোন বের করে কানে ধরতে হবে না। হাতে থাকা স্মার্টওয়াচের সাহায্যেই ফোনকল সেরে নিতে পারবেন।

এই স্মার্টওয়াচে ২.০১ ইঞ্চির এইচডি ডিসপ্লে পাবেন ইউজাররা। আয়তাকার ডিসপ্লে রয়েছে এই স্মার্টওয়াচে। এর পাশে রয়েছে রোটেটিং ক্রাউন যা নেভিগেশনের কাজ করবে। ২৫০- র বেশি ওয়াচ ফেসের সাপোর্ট পাবেন ইউজাররা।

ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে ইন-বিল্ট স্পিকার এবং মাইক্রোফোন। ১২০- র বেশি স্পোর্টস মোড যেমন- রানিং, সাইক্লিং, যোগাসন, বাস্কেটবল- এইসব ফিচারের সাপোর্ট রয়েছে। একগুচ্ছ ফিটনেস ট্র্যাকিং ফিচারের সাপোর্ট রয়েছে। এর পাশাপাশি ইউজাররা পাবেন ২৫০-র বেশি ওয়াচ ফেসের সাপোর্ট।

এই স্মার্টওয়াচের সাহায্যে ব্লাড অক্সিজেন লেভেল, ২৪x৭ হার্ট রেট, ব্লাড প্রেশার, স্লিপিং সাইকেল, ক্যালোরি- একজন মানুষের শরীরের এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে নজর রাখা যাবে। নারীদের জন্য বোল্ট ড্রিফট ম্যাক্স স্মার্টওয়াচে রয়েছে ফিমেল হেলথ ট্র্যাকিং ফিচারের সাপোর্ট। যেখানে মেন্সট্রুয়াল হেলথ ট্র্যাকিং করতে পারবেন নারীরা।

ইউজারের কখন পানি খাওয়া প্রয়োজন তাও বলে দেবে এই স্মার্টওয়াচ। দীর্ঘক্ষণ বসে থাকলে নড়াচড়া করার সেডেন্টারি রিমাইন্ডারও দেবে। পানি এবং ধুলাতে সহজে নষ্ট হবে না, এটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট এই স্মার্টওয়াচ।

কালো, রুপালি এবং কোল ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হয়েছে স্মার্টওয়াচটি। অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন- দুই ই-কমার্স সংস্থা থেকেই কিনতে পারবেন আপনি। ভারতে বোল্ট ড্রিফট ম্যাক্স স্মার্টওয়াচের সিলিকন স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের দাম ১ হাজার ৯৯। অন্যদিকে স্টিল স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের দাম ১ হাজার ১৯৯।

সূত্র: গিজমোর চায়না

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy