ভিডিও জুমিংয়ে ইউটিউবের নতুন ফিচার, জেনেনিন এক্ষুনি

প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য কোনো রকম ঘোষণা ছাড়াই নতুন পিঞ্চ টু জুম ফিচার চালু করেছে ভিডিও শেয়ারিং ও সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব। সম্প্রতি অ্যান্ড্রয়েড পুলিশ প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
এনগ্যাজেটে প্রকাশিত খবরে বলা হয়, নতুন ফিচারটি ব্যবহারকারীদের ভিডিও প্লেয়ারে জুম করার সুবিধা দেয়। এরপর সেখান থেকে প্যান করার মাধ্যমে স্ক্রিনের অন্যান্য অংশ দেখা যায়। পোর্ট্রেট ও ল্যান্ডস্কেপ দুভাবেই এটি ব্যবহার করা যাবে। প্রিমিয়াম ব্যবহারকারীরা তাদের প্রোফাইলের ছবিতে ক্লিক করে ইওর প্রিমিয়াম বেনেফিটস থেকে নতুন ফিচার পরীক্ষা চালু করতে হবে। এরপর সেখান থেকে জুম অপশনটি সচল করতে হবে। ফিচারটি চালু হতে কিছুটা সময় নিলেও একবার কার্যকর হওয়ার পর ব্যবহারকারীরা আট গুণ জুম করতে পারবে।
অতীতে ইউটিউব র্যান্ডম ইউজার ও বেটা ভার্সনের ব্যবহারকারীদের নিয়ে পিকচার-ইন-পিকচারসহ বিভিন্ন নতুন ফিচারের পরীক্ষা চালিয়েছে। ২০২০ সালে প্লাটফর্মটি প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলক ফিচার চালু করেছিল, যার ফলে সবার জন্য ফিচার চালুর আগে তারা সেগুলো পরীক্ষার সুযোগ পায়। এসব পরীক্ষাধীন ফিচারের মধ্যে বেশকিছু পরবর্তী সময়ে প্রিমিয়াম অ্যাপে যুক্ত হয়েছিল, যার মধ্যে সহজে প্লেলিস্ট পরিচালনা ও ব্রাউজারভিত্তিক ভয়েস সার্চ অপশন ছিল। আগামী ১ সেপ্টেম্বর থেকে ফিচারটি শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে।