২০২৫ সালে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে উড়ে যাবে স্পেসএক্সের মহাকাশযান। এই প্রাইভেট মিশনের নাম অ্যাক্সিওম ৪। আর এই মিশনে পাইলট হবেন ভারতীয় বিমানবাহিনীর শুভাংশু শুক্লা।
সম্প্রতি এই মিশনের জন্যে নাসা তার নাম ঘোষণা করেছে। এছাড়াও মিশনের বাকি তিন সদস্যেরও নাম ঘোষণা করা হয়েছে।
অ্যাক্সিওম মিশন ৪-এর পাইলট হবেন ভারতীয় শুভাংশু শুক্লা। ভারতীয় বিমানবাহিনীর এই অফিসার ইসরোর নভোচারীও। মহাকাশে ভাসতে ভাসতে যোগব্যায়াম করারও কথা জানিয়েছেন তিনি।
২০২৫ সালে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে উড়ে যাওয়া মিশনে এই শুভাংশুকে পাইলট করার ঘোষণা করেছে নাসা।এই মিশনটি লঞ্চ করা হবে ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে।
এর মধ্য দিয়ে কোনো প্রাইভেট মহাকাশ অভিযানে আইএসএস-এ পৌঁছানো প্রথম ভারতীয় হতে চলেছেন শুভাংশু শুক্লা। এই অ্যাক্সিওম ৪ মিশনের কমান্ডার হয়েছেন নাসার পেগি হুইস্টন।
এই অভিযানের দুই মিশন স্পেশালিস্ট হচ্ছেন পোল্যান্ডের স্লাওস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।
এদিকে এই অভিযানে যাওয়ার সুযোগ পাওয়া ভারতীয় শুভাংশু বলেছেন, ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভিতরে মাইক্রোগ্র্যাভিটি পরিস্থিতি অনুভব করতে পারব ভেবে সত্যিই খুব উত্তেজিত আমি।সেখানে গিয়ে ভাসতে ভাসতে যোগব্যায়াম করার চেষ্টা করব।’
এর আগে অ্যাক্সিওম স্পেস তিনটি অভিযান চালিয়েছিল আন্তর্জাতিক স্পেস সেন্টারে। অ্যাক্সিওম ১ অভিযান শুরু হয়েছিল ২০২২ সালের এপ্রিল মাসে। সেই অভিযান চলেছিল ১৭ দিন ধরে। অ্যাক্সিওম ২ চলেছিল ২০২৩ সালের মে মাসে এবং অ্যাক্সিও ৩ অভিযান হয়েছিল ২০২৪ সালের জানুয়ারি মাসে। এই শেষ অভিযানটি ১৮ দিন ধরে চলেছিল।
হিন্দুস্তান টাইমস