আমেরিকায় ডিমের আকাল, ট্রাক থেকে হারিয়ে গেলো এক লাখ পিস

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ট্রেলার ট্রাক থেকে এক লাখ ডিম চুরির ঘটনায় তদন্ত করছে পুলিশ। এভিয়ান ফ্লুর প্রভাবে ডিমের সরবরাহ কম হওয়ায় এবং বাজারে দাম বেড়ে যাওয়ায় এই চুরির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পেনসিলভানিয়া স্টেট পুলিশের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার রাতে গ্রিনক্যাসলে অবস্থিত ‘পিট অ্যান্ড জেরির অর্গানিকস’ নামে একটি ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানের ট্রেলার থেকে এক লাখ ডিম চুরি হয়। এসব ডিমের দাম আনুমানিক ৪০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ লাখ টাকা)।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছে। বিবৃতিতে বলা হয়, আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছি এবং যত দ্রুত সম্ভব এটি সমাধানের চেষ্টা করছি। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডিম শিল্পে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। এভিয়ান ফ্লুর সংক্রমণে দেশটিতে লাখ লাখ মুরগি মারা গেছে।

মার্কিন কৃষি বিভাগের তথ্যমতে, ২০২৪ সালে ভাইরাসে আক্রান্ত হয়ে যত পাখি মারা গেছে, তার প্রায় অর্ধেকই ছিল ডিম পাড়া মুরগি। এদের বেশিরভাগই নভেম্বর ও ডিসেম্বর মাসে মারা যায়।

সেসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাতেও অন্যতম আলোচিত ইস্যু হয়ে উঠেছিল ডিমের ব্যাপক মূল্যবৃদ্ধি। ডিমের চড়া দামের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন ভোক্তা ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা।

যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, গত ডিসেম্বর মাসে দেশটিতে প্রতি ডজন বড় আকারের গ্রেড-এ ডিমের গড় মূল্য ছিল ৪ দশমিক ১৫ ডলার, যা নভেম্বরে ছিল ৩ দশমিক ৬৫ ডলার। ২০২৩ সালের তুলনায় গত ডিসেম্বরে ডিমের মূল্য ৩৬ শতাংশেরও বেশি বেড়েছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে জনপ্রিয় রেস্তোরাঁ চেইন ওয়াফল হাউস প্রতিটি ডিমের জন্য অতিরিক্ত ৫০ সেন্ট চার্জ নির্ধারণ করেছে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, সারাদেশে ডিমের উচ্চমূল্যের কারণে এই অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে। তবে বাজার পরিস্থিতির ভিত্তিতে ভবিষ্যতে এই চার্জ পরিবর্তন বা বাতিল করা হতে পারে।

সূত্র: সিএনএন

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy