‘একটা ছবি দাও তো…’, মেয়েদের কুপ্রস্তাব সরকারি ITI কলেজের শিক্ষকের, বিক্ষোভ ছাত্রীদের

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী সরকারি আইটিআই কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, কলেজে নতুন কোনো ছাত্রী ভর্তি হলেই তাদের মোবাইলে কুরুচিকর মেসেজ পাঠানো হয় এবং কু-প্রস্তাব দেওয়া হয়। শিক্ষকের এই ধরনের আচরণে ছাত্রীরা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। শেষ পর্যন্ত এই অত্যাচারের প্রতিকার চেয়ে ছাত্রীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবিতে শুক্রবার কলেজে বিক্ষোভ দেখিয়েছে।
জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের নাম জালালউদ্দিন আহমেদ। ছাত্রীদের অভিযোগ, নতুন ছাত্রী ভর্তি হলেই শিক্ষক জালালউদ্দিন তাদের বিভিন্ন কুরুচিকর প্রস্তাব দিতেন এবং ছবি তুলে পাঠানোর জন্য চাপ দিতেন। ছাত্রীদের দাবি, তারা এই বিষয়ে কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়েই তারা বংশীহারী থানার দ্বারস্থ হয়েছেন এবং শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার সকাল থেকে ছাত্রছাত্রীরা কলেজের স্টাফ রুমে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা অধ্যক্ষের কাছে অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা তাদের কাছে আসা কুরুচিকর মেসেজের কিছু নমুনাও প্রকাশ্যে এনেছে।
যদিও অভিযুক্ত শিক্ষক জালালউদ্দিন আহমেদ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনার জেরে কলেজ চত্বরে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় শিক্ষা মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।