SPORTS: রঞ্জিতেও ব্যর্থ রোহিত-গিল-পান্তরা, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাড়ছে দুঃশ্চিন্তা

ভারতীয় টেস্ট দলের ব্যাটিং বিপর্যয় যেন কাটছেই না। আন্তর্জাতিক মঞ্চের পর ঘরোয়া ক্রিকেটেও একই চিত্র দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজের আগে, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলির ব্যাট তেমন কথা বলেনি। বিক্ষিপ্ত কিছু ইনিংস ছাড়া ধারাবাহিকতার অভাব স্পষ্ট ছিল। বিসিসিআইয়ের নির্দেশে রঞ্জি ট্রফিতে অংশ নিয়েও প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতা অব্যাহত।
বৃহস্পতিবার রঞ্জি ট্রফির বিভিন্ন ম্যাচে খেলতে নেমেছিলেন জাতীয় দলের তারকারা, কিন্তু কেউই বড় রান করতে পারেননি। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলতে নেমে রোহিত শর্মা মাত্র ৩ রানে আউট হন। উমর নাজিরের একটি শর্ট বলে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরেন। একই ম্যাচে যশস্বী জয়সওয়ালও (Yashasvi Jaiswal) ১৭ বল খেলে ৪ রান করে এলবিডব্লিউ হন। অভিজ্ঞ অজিঙ্কা রাহানেও (Ajinkya Rahane) ১২ রান করে আউট হন।
শুধু মুম্বইয়ের চিত্র একই নয়, অন্যান্য দলের হয়ে খেলতে নামা তারকারাও ব্যর্থ হয়েছেন। পঞ্জাবের হয়ে শুভমন গিল ৮ বলে ৪ রান, শ্রেয়াস আইয়ার ৭ বলে ১১ রান, রুতুরাজ গায়কোয়াড ২১ বলে ১০ রান এবং রজত পাতিদার শূন্য রানে আউট হন। ঋষভ পান্তও মাত্র ১ রান করে আউট হন। এই তালিকা যেন শেষ হওয়ার নয়।
জাতীয় দলের এই লাগাতার ব্যাটিং ব্যর্থতা বিসিসিআইয়ের জন্য উদ্বেগের কারণ। ঘরোয়া ক্রিকেটেও এই একই পারফরম্যান্স নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যদিও বর্তমানে ভারতীয় দলের কোনো টেস্ট ম্যাচ নেই, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফরম্যান্সের জন্য রোহিত, বিরাটদের ফর্মে ফেরাটা অত্যন্ত জরুরি। তাই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, তাদের তারকারা দ্রুত ছন্দে ফিরবেন। এই মুহূর্তে, রঞ্জি ট্রফিতে এই তারকাদের সম্মিলিত ব্যর্থতা ভারতীয় ক্রিকেটের গভীর উদ্বেগের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।