কলকাতায় আবারও বহুতল বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল ট্যাংরার ক্রিস্টোফার রোড। বুধবার সকালে এই ঘটনাটি ঘটে। মাত্র দু’সপ্তাহ আগেই বাঘাযতীনে একটি ফ্ল্যাটবাড়ি হেলে পড়েছিল এবং সেটি ভাঙার কাজ এখনও চলছে। তার মধ্যেই ট্যাংরার এই ঘটনা নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।
কী ঘটেছিল?
স্থানীয় বাসিন্দারা আজ সকালে প্রথম বাড়িটি হেলে যেতে দেখেন। জানা গেছে, ওই বহুতলটি এখনও নির্মীয়মান, ভিতরের কাজ সম্পূর্ণ হয়নি। স্থানীয়দের অভিযোগ, বাড়িটি বেআইনিভাবে তৈরি করা হচ্ছিল। ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার সাথে সাথেই বিল্ডিং ডিপার্টমেন্টকে জানিয়েছেন এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “বাঘাযতীনের ঘটনার পরও প্রোমোটাররা সতর্ক হচ্ছে না। দু’পয়সা লাভের জন্য এই সব সস্তার কাজ করছে।”
আশপাশের বাসিন্দাদের আতঙ্ক:
বহুতলটি পাশের একটি ফ্ল্যাটের দিকে হেলে পড়েছে, যার ফলে সংলগ্ন ফ্ল্যাটের বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
রাজনৈতিক প্রতিক্রিয়া:
বিজেপি নেতা সজল ঘোষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে শাসকদলকে তীব্রভাবে আক্রমণ করেছেন। তিনি বলেন, “কাউন্সিলর পাল্টে বা মেয়র পাল্টে লাভ নেই। এই সরকারটিকেই পাল্টাতে হবে। না হলে সাধারণ মানুষের আর কোনও রাস্তা নেই। আজ যারা লোন নিয়ে, ধারদেনা করে বাড়িটি কিনল, তাদের অবস্থাটা ভাবুন তো!”
পূর্বের ঘটনা:
দু’সপ্তাহ আগেই বাঘাযতীনে একইরকমভাবে একটি ফ্ল্যাটবাড়ি হেলে পড়েছিল। জানা যায়, জলাভূমির উপরে বেআইনিভাবে ওই ফ্ল্যাটটি তৈরি করা হয়েছিল এবং দীর্ঘদিন ধরে সেটি হেলে যাচ্ছিল। হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি সোজা করার চেষ্টা করা হচ্ছিল।