OMG! বাক্স খুলতেই বেরিয়ে এল চিরকুট, তাতে লেখা ‘কাঁচকলা খাও’! জেনেনিন পুরো ঘটনা

জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে এক দাবিদারহীন বাক্সকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। প্রথমে বোমাতঙ্ক সৃষ্টি হলেও, পরে বাক্সটি খুলতেই বেরিয়ে আসে ইঞ্জেকশনের অ্যাম্পেল এবং পুলিশের উদ্দেশ্যে লেখা একটি ব্যঙ্গাত্মক চিরকুট – ‘কাঁচকলা খাও’।

ঘটনাটি ঘটে রোগী কল্যাণ সমিতির বৈঠক চলাকালীন। এদিন বিকেলে স্বাস্থ্য দপ্তরের ভবনের সিঁড়িতে দপ্তর কর্মীরা একটি প্যাকেট করা বাক্স দেখতে পান। দীর্ঘক্ষণ কেউ বাক্সটির দাবিদার না হওয়ায়, বিষয়টি কোতয়ালি থানায় জানানো হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বম্ব স্কোয়াড। বিস্ফোরক নিরোধক পোশাক পরে বম্ব স্কোয়াডের কর্মীরা বাক্সটি পরীক্ষা করেন। প্রাথমিকভাবে সন্দেহজনক কিছু না পাওয়া গেলেও, কোনো ঝুঁকি না নিয়ে বাক্সটি তুলে জলে ভেজানো হয়। এরপর সেটি খোলা হলে, ভেতরে ইঞ্জেকশনের অ্যাম্পেল এবং ‘কাঁচকলা খাও’ লেখা চিরকুটটি পাওয়া যায়।

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাডিশনাল মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট সুরজিৎ সেন জানান, রোগী কল্যাণ সমিতির মিটিং চলাকালীন বাক্সের বিষয়টি নজরে আসে। কোতয়ালি থানার আইসি মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং তিনিই বম্ব স্কোয়াডে খবর দেন। পুলিশ প্যাকেটটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।

পুলিশ সূত্রে খবর, প্যাকেট থেকে ইঞ্জেকশনের অ্যাম্পেল পাওয়া গেছে। কে বা কারা এই কাজ করেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy