BigNews: বাংলাদেশে পেট্রোলের দাম বাড়লো ৪৪ টাকা, ডিজেল ৩৪ টাকা, দেশের মানুষের মাথায় হাত
August 6, 2022

ভারত সরকারের মতো একটাকা অথবা দু টাকা নয়। দেশজুড়ে একধাক্কায় লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম বাড়িয়ে দিলো বাংলাদেশ সরকার। বাংলাদেশে এক ধাক্কায় পেট্রোলের দাম বাড়লো ৪৪ টাকা ও ডিজেলের দাম বাড়লো ৩৪ টাকা।
বাংলাদেশে আগে লিটারপ্রতি পেট্রোলের দাম ছিল ৮৬ টাকা এখন তা বেড়ে হয়েছে ১৩০ টাকা। এছাড়া ডিজেল ও অকটোনের দাম বেড়েছে যথাক্রমে ৩৪ টাকা ও ৪৬ টাকা। এর আগে বাংলাদেশে এক লিটার ডিজেলের দাম ছিল ৮০ টাকা ও অকটোনের দাম ছিল ৮৯ টাকা। জানাগেছে ভর্তুকি দিয়ে দিয়ে বাংলাদেশকে পেট্রোলিয়াম কর্পোরেশন গত ৬ মাসে লোকসান করেছে ৮ হাজার ১৪ কোটি টাকা। বিপুল লোকসানের চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সে দেশের সরকার।
প্রসঙ্গত, সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের মানুষের পকেটে বাড়বে টান । বাড়বে পণ্য পরিবহনের খরচ ফলে দেশে মাথা চারা দেবে মূল্যবৃদ্ধি বলে মনেক করছে আর্থিক বিশেষজ্ঞরা।