জেনেনিন ১২ রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে আজকের দিন (২০ জানুয়ারি ২০২৫)

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের পরিস্থিতি অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। রাশিফল আপনাকে বলবে কোনো কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কাল কি করলে আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন এবং আপনার সামনে কি বাধা আসতে পারে।

তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে –

মেষ (ARIES): অতীত ভুলে নতুন করে প্রেমে পড়তে চলেছেন। কাজের জায়গায় সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন। শিক্ষার্থীরা ভালো ফলাফল করবেন।

বৃষ (TAURUS): হেসেখেলে আনন্দেই দিনটি কাটবে। মা-বাবার স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা থাকবে। স্ত্রীর সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাবেন। শীঘ্রই সুখবর আসতে চলেছে।

মিথুন (GEMINI): ভ্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখুন। বাড়িতে অপ্রত্যাশিত অতিথিদের আগমন ঘটতে পারে। আপনার ব্যবহারে স্ত্রী আঘাত পেতে পারেন।

কর্কট (CANCER): ভালোবাসার মানুষটি আপনাকে খুশি রাখার চেষ্টা করবে। বিবাহিতরা আত্মীয়দের তরফে আর্থিক সুবিধা পাবেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।

সিংহ (LEO): আপনার খারাপ আচরণে স্ত্রী দুঃখ পেতে পারেন। নিজের ক্রোধের কারণে পরবর্তীতে লজ্জিত হবেন। দাম্পত্য সুখ থাকবে না।

কন্যা (VIRGO): গুরুজনের পরামর্শে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। একতরফা প্রেম আপনার সর্বনাশ ডেকে আনতে পারে। কাজের জায়গায় কোনো সমস্যা থাকবে না।

তুলা (LIBRA): স্ত্রীর পরিকল্পনায় ব্যবসায় লাভবান হবেন। নার্ভের সমস্যায় ভুগতে পারেন, সমস্যা হলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। অর্থ খরচের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক (SCORPIO): বাজি অথবা জুয়াখেলায় ব্যাপক অর্থনাশের সম্ভাবনা। স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে হবে না। দাম্পত্য জীবন মধুর হবে।

ধনু (SAGITTARIUS): বাজে খরচ করবেন না। নিয়মিত শরীরচর্চা করুন। অন্যের পরামর্শ নয়, ব্যাবসায়িক সিদ্ধান্ত নিজে নিন। শীঘ্রই সুখবর পেতে চলেছেন।

মকর (CAPRICORN): কর্মক্ষেত্র চাপ না থাকার দরুন আরামের সুযোগ পাবেন। স্ত্রীর চিকিৎসায় তো ব্যাপক অর্থ খরচ হওয়ার সম্ভাবনা। ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখুন।

কুম্ভ (AQUARIUS): সন্তানের সঙ্গে সময় কাটান। কঠোর পরিশ্রমের কারণে কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ করবেন। সময়ের সদ্ব্যবহার করতে পারলে আর্থিক সমৃদ্ধি লাভ করবেন।

মীন (PISCES): আপনার সাফল্য দেখে নতুন বন্ধুর আগমন ঘটবে। কারোর মিষ্টি কথায় প্ররোচনায় পা দেবেন না। বিবাহিত জীবনে অনিয়ন্ত্রিত ঘটনা ঘটতে চলেছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy