মুক্তির আগেই নানা বিতর্কের মুখে পড়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি ‘ইমার্জেন্সি’। শুরুতে ছিল সেন্সর বোর্ডের ধাক্কা। এরপর আসে ভারতের কিছু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হানার অভিযোগ।
আবার শোনা যাচ্ছে, বাংলাদেশেও নাকি নিষিদ্ধ করা হয়েছে এই ছবি। যদিও ভারতীয় গণমাধ্যম সূত্রেই এমন খবর বের হয়েছিল। সেখানে দাবি করা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকায় ছবিটি মুক্তিতে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ সরকার। পরে জানা যায়, সেই খবর ভুয়া! মুক্তি তো পরের কথা, ছবিটি বাংলাদেশে আনার জন্য কোনো আবেদনই করেনি আমদানিকারক প্রতিষ্ঠান।
এ সকল বিতর্ক নিয়েই ১৭ জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পায় কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’। কিন্তু বিতর্ক এখনও অব্যাহত। ভারতের এক ধর্মীয় সম্প্রদায় সংগঠনের দাবি, এই ছবিতে বিকৃত করা হয়েছে ইতিহাসকে। যা শিখ সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ ছড়াবে বলে দাবি তাদের। ফলে এই ছবি মুক্তির নিষেধাজ্ঞায় পাঞ্জাবের সরকার প্রধানকে চিঠি দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
এমতাবস্থায় বিশেষ পদক্ষেপ নিয়েছে পাঞ্জাবের হল মালিকরা। তারা এই ছবি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আর সে প্রসঙ্গেই রেগে চড়াও হলেন ছবির অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। তার মতে, এই বাধা শিল্পী ও শিল্পীকে হেনস্তা করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে কঙ্গনা উল্লেখ করেন, ‘একে বলে শিল্প ও শিল্পের হেনস্তা। পাঞ্জাবের বেশ কিছু শহরে ‘ইমার্জেন্সি’র প্রদর্শন হতে দেওয়া হচ্ছে না। সব ধর্মের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। এই ছবি ও আমার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য মিথ্যে গুজব রটানো হচ্ছে।’
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় ১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থা জারি হয়েছিল, যা রাজনৈতিকভাবে অস্থিতিশীল করে তুলেছিল ভারতকে। সে কাহিনিই উঠে এসেছে ‘ইমার্জেন্সি’তে। এছাড়াও ছবিতে দেখানো হয়েছে ইন্দিরা গান্ধী কীভাবে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে মুক্তি যুদ্ধতে সাহায্য করেছিলেন।
উল্লেখ্য, ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। সিনেমাটি পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন অভিনেত্রী নিজেই।