“কনসার্টের টিকিট পড়ে থাকে”-দিলজিতকে কটাক্ষ করে যা বললেন অভিজিৎ

এবার পাঞ্জাবী পপস্টার নিয়ে দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আরেক কিংবদন্তী সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। তার দাবি, ‘দিলজিৎ তো মঞ্চে ওঠে শুধু নাচার জন্য। আমার সন্তানরা এরকম শো দেখার জন্য টাকা খরচ করবে না কখনও।’

সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, ‘আমার বাড়িতে তো এই দিলজিৎ, করণ অঞ্জুলাদের কনসার্টের টিকিট পড়ে থাকে। আমার সন্তানরাই একে-ওকে দিয়ে দেয়। তারা কোনোদিন এসব কনসার্ট দেখার জন্য টাকা খরচ করবে না।’

তার কথায়, ‘কনসার্ট হত আমাদের সময়ে। দেখতাম, লতা মঙ্গেশকর গান গাইছেন আর শ্রোতা-অনুরাগীরা মন্ত্রমুগ্ধ হয়ে হাততালি দিচ্ছেন। প্রত্যেকটা গান মানুষ উপভোগ করতেন সে সময়ে।’

‘এমনকি আমার অনুষ্ঠানেও দেখেছি, মানুষ বসে গান উপভোগ করছেন এবং হাততালি দিচ্ছেন। এগুলোকে কনসার্ট বলা হয়। যাঁদের কথা বলছি (দিলজিৎ, করণ) এরা তো গান করেন না, মঞ্চে ওঠেন শুধু নাচার জন্য।’

প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই বলিউড, মিউজিক ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলছেন অভিজিৎ। কখনও শাহরুখকে অকৃতজ্ঞ বলছেন, তো কখনও সালমানকে বলিউডের অযোগ্য নায়ক হিসেবে সম্বোধন করছেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy