OMG! বাড়ির দেওয়াল থেকে চুঁইয়ে পড়ছে তেল? তরলের নমুনা সংগ্রহ করল ONGC

কলকাতার অদূরে গড়িয়ার একটি বাড়িতে দেওয়াল থেকে তেল চুঁইয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার সেই রহস্যের সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। ঘটনাস্থল থেকে তেলের নমুনা সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল ডিপার্টমেন্টের সদস্যরা এই নমুনা সংগ্রহ করেছেন। পরীক্ষার পরই জানা যাবে এই তেলের আসল উৎস কি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাটির নীচ থেকেই এই তেল উঠে আসছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ONGC-ও ইতিমধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু করেছে।
রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে এই বাড়িতে বসবাস করছেন। বছরখানেক আগে তারা প্রথম লক্ষ্য করেন যে তাদের বাড়ির একাংশ থেকে তেল বের হচ্ছে। বিষয়টি পুরসভা, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং নরেন্দ্রপুর থানাকে জানানো হয়। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ তুহিন ঘোষ নমুনা পরীক্ষার জন্য ওই বাড়িতে যান। ঘটনাস্থলে রাজপুর-সোনারপুর পুরসভার প্রতিনিধি ও নরেন্দ্রপুর থানার পুলিশও উপস্থিত ছিলেন।
বাড়ির মালিক রতন সরকারও এই তেলের উৎসের সন্ধানে ব্যক্তিগতভাবে চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো সমাধান খুঁজে পাননি। ১৯৭৪ সালে বাড়িটি তৈরি হওয়ার সময় এমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু ২০২৩ সালে বাড়িটি সংস্কার করার পরই দেওয়াল থেকে তেল চুঁইয়ে পড়তে শুরু করে। প্রথমে তেলের পরিমাণ কম থাকলেও, পরে তা ক্রমশ বাড়তে থাকে।