“পঞ্চায়েত সিজন -৪” থেকে “পাতাল লোক-২” 2025 -এ যে পাঁচটি সিরিজ অবশ্যই দেখবেন

চলতি বছরের পুরোটা সময়ই হিন্দি ওটিটিতে রাজত্ব করেছে ‘হীরামণ্ডি’, ‘মির্জাপুর সিজন থ্রি’ থেকে ‘পঞ্চায়াত থ্রি’র মতো সিরিজগুলো। তবে আসছে পঁচিশেও ওয়েব সিরিজের তালিকা একেবারেই মন্দ নয়। একাধিক বহু প্রতীক্ষিত রিলিজ রয়েছে সে বছরে। সেই সিরিজিগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

পাতাল লোক টু

প্রথম সিরিজে যখন পুলিশ অফিসার হাতিরাম সাড়া পেলে দিয়েছিলেন, তখন থেকেই সিক্যুয়েলের অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা। ২০২৫ সালেই সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। যদিও মুক্তির দিন ঘোষণা করেননি নির্মাতারা। তবে সম্প্রতি পোস্টার প্রকাশ্যে এনে সিক্যুয়েল নিয়ে কৌতূহল বাড়িয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে, বছরের প্রথমার্ধেই মুক্তি পাবে এই সিরিজ। হাই প্রোফাইল কেসের রহস্য কি বের করতে পারবে পুলিশ অফিসার হাতিরাম? বলবে সিরিজিটির সিক্যুয়েল ‘পাতাল লোক টু’। স্বস্তিকা মুখার্জি থাকছেন কিনা দ্বিতীয় মৌসুমে, নজর থাকবে সেদিকেও।

দ্য ফ্যামিলি ম্যান থ্রি

পর পর দুটি ফ্যামিলি ম্যান সিরিজে দর্শকদের মুগ্ধ করেছেন শ্রীকান্ত তিওয়ারি ওরফে মনোজ বাজপেয়ী। রাজ, ডিকের এই সিরিজ নিয়ে বরাবরই দর্শকদের কৌতূহল তুঙ্গে ছিল। এবার তৃতীয় সিজন নিয়েও তেমনই উন্মাদনা। ২০২৫ সালের দীপাবলি উপলক্ষ্যে আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে ‘দ্য ফ্যামিলি ম্যান থ্রি’। শোনা যাচ্ছে, এই মৌসুমে মনোজ বাজপেয়ীর পাশাপাশি জয়দীপ আওলাতকেও দেখা যাবে।

স্টারডম

শাহরুখপুত্র আরিয়ান খানের পরিচালক হিসেবে হাতেখড়ি হতে চলেছে স্টারডম দিয়ে। এই সিরিজ দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। প্রযোজনায় শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। জানা গেছে, এই সিরিজে একফ্রেমে বলিউডের বহু তাবড় তারকাদের দেখা যাবে। ২০২৫ সালের মাস্ট ওয়াচের তালিকায় যে এই আরিয়ান খানের ‘স্টারডম’ থাকবে, তা বলাই বাহুল্য়। মুক্তি পাবে নেটফ্লিক্সে।

পঞ্চায়াত ফোর

পঞ্চায়াত দেখে ফুল্লেরা গ্রামের প্রেমে পড়েননি এমন দর্শক খুঁজে পাওয়া দায়! পরপর তিনটি সিরিজে ছক্কা হাঁকিয়েছেন সচিবজি জীতেন্দ্র তিওয়ারি, প্রধান রঘুবীর যাদব এবং নীনা গুপ্তা। তৃতীয় সিজনেই সচিবজিকে অ্যাকশন মোডে দেখা গেছে। এবার চতুর্থ সিজনে যে নতুন চমক থাকবে, তা বলাই বাহুল্য। ২০২৫ সালে অ্যামাজান প্রাইম ভিডিওতে ‘পঞ্চায়েত ফোর’-এর জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

দ্য নাইট ম্যানেজার টু

ডিজনি প্লাস হটস্টার-এর এই সিরিজ প্রথম মৌসুমেই সাড়া ফেলে দিয়েছিল। এক বছরের বিরতির পর ২০২৫ সালে আসছে অনিল কাপুর এবং আদিত্য রায় কাপুর অভিনীত ‘দ্য নাইট ম্যানেজার টু’। শান-শৈলেন্দ্র জুটি এবার কোন ষড়যন্ত্র করবে? চোখ থাকবে সেদিকে। শোনা যাচ্ছে, ২০২৫ সালের মাঝামাঝি মুক্তি পেতে চলেছে ‘দ্য নাইট ম্যানেজার টু’।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy