কাশ্মীরে রেকর্ড শীত, জমে গেছে লেকের জল, ঠান্ডায় কাঁপছে মানুষ

কাশ্মীরে গত পাঁচ দশকের মধ্যে রেকর্ড শৈত্যপ্রবাহ চলছে। তীব্র ঠান্ডায় জমে গেছে অঞ্চলটির অন্যতম পর্যটন আকর্ষণ ডাল লেক। বরফের চাদরে ঢাকা এ লেকে বাধার মুখে পড়ছে নৌকা চলাচল। প্রতিদিনই বাড়ছে ঠান্ডার তীব্রতা। হিমাঙ্কের নিচে নামা তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আজ (রোববার) সকালে খুবই ঠান্ডা পড়েছে এবং দেখতে পাচ্ছি ডাল লেক জমে গেছে। আজকের তাপমাত্রা মাইনাস ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

শুধু লেকই নয়, প্রবল ঠান্ডার কবলে পড়ে অঞ্চলটির বিভিন্ন এলাকার পাইপ লাইনের জল, এমনকি মোটরও জমে গেছে। এতে স্বাভাবিক জল সরবরাহে জটিলতা দেখা দিয়েছে।

এছাড়া, শৈত্যপ্রবাহের কারণে চলাফেরা কঠিন হয়ে পড়েছে। এমনকি গত পাঁচ দশকের মধ্যে কাশ্মীরের শ্রীনগরে এ বছর সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে। অঞ্চলটিতে আগত পর্যটকরা বরফ দেখার আশায় খুশি হলেও ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

ভারতের আবহাওয়া বিভাগ জানায়, কাশ্মীরে শীতের প্রকোপ আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত থাকবে। প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।

এদিকে, কাশ্মীর ছাড়াও ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন অঞ্চলেও শীতের তীব্রতা বাড়ছে। নিজেদের উষ্ণ রাখতে রাস্তার মোড়ে মোড়ে বাসিন্দাদের আগুন পোহাতে দেখা যায়।

সূত্র: এনডিটিভি

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy