সানি দেওলকে পাত্তা দেয়নি বড় অভিনেত্রীরা, বলিউড নিয়ে মুখ খুললেন বাবা ধর্মেন্দ্র

বলিউড তারকা সানি দেওল ও ডিম্পল কাপাডিয়ার প্রেম রসায়ন কারও অজানা নয়। শোনা যায়, সানির সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই অভিনেতা রাজেশ খান্না এবং ডিম্পলের দাম্পত্যে চিড় ধরে। ১৯৮৪ সালে ‘মঞ্জিল মঞ্জিল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ডিম্পল ও সানি।

এরপর ‘অর্জুন’, ‘আগ কা গোলা’, ‘নরসিমহা’-র মতো একাধিক সফল ছবিতে অভিনয় করেছিলেন তারা। তবে সানি-ডিম্পলের প্রেমের গুঞ্জন অভিনেতার স্ত্রী পূজার কানে পৌঁছালে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। পারিবারিক টানাপড়েনের জেরে শেষ পর্যন্ত পরিণতি পায়নি তাদের প্রেম।

কিন্তু দীর্ঘ দিন পর ২০১৭ সালে ফের একসঙ্গে দেখা যায় এই জুটিকে। তবে দেশে নয়, লন্ডনে পরস্পরের হাত ধরে বসে থাকতে দেখা যায় ডিম্পল-সানিকে। সেই দৃশ্য নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পরেই আরও একবার উঠে আসে অতীতের গল্প। এবার ছেলেকে তার প্রেম জীবন নিয়ে মুখ খুললেন বাবা ধর্মেন্দ্র।

‘গদর টু’ ছবির পরিচালক অনিল শর্মার সঙ্গে এক আলাপচারিতায় ধর্মেন্দ্র বলেন, ‘আমার দুই ছেলে বড্ড সরল সাদাসিধা। কখনও কোনও অভিনেত্রীর সঙ্গে ওদের নাম জড়ায়নি। আসলে কখনও কোনো বড় অভিনেত্রী পাত্তাই দেয়নি ওদের। তবে আমার সময়টা অন্য রকম ছিল। সব বড় অভিনেত্রী আমার পেছনে ছিল।’

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy