আমি আর শাহরুখ স্বামী-স্ত্রীর মতো, সালমান অসভ্য : অভিজিৎ

এক সময় বলিউডে শাহরুখ খানের কণ্ঠে পর পর গান গেয়েছিলেন অভিজিৎ ভট্টাচার্য। সে থেকে কিং খানের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল এই বাঙালি গায়কের। কিন্তু সে সম্পর্কে একদিন হঠাৎ চিড় ধরে যায়; দীর্ঘদিন শাহরুখের জন্য আর প্লেব্যাক করেননি অভিজিৎ।

শোনা যায়, বলিউড নিয়ে বেশ আক্ষেপ অভিজিতের। তিনি জানিয়েছিলেন, সেখানে চা পরিবেশকদেরও গুরুত্ব দেওয়া হতো, কিন্তু গায়ককে ন্যূনতম স্বীকৃতি দেওয়া হতো না। এমনকি শাহরুখের প্রতি নাকি অভিমানও ছিল অভিজিতের। বাদশাহ নাকি আর আগের মতো নেই, সেই আক্ষেপও শোনান অভিজিৎ।

তবে এবার শাহরুখের পক্ষ নিলেন, কিন্তু চটলেন ভাইজান সালমান খানের ওপর। এক সাক্ষাৎকারে শাহরুখ খান ও সালমান খান প্রসঙ্গে কথা বলেন অভিজিৎ। শাহরুখের সঙ্গে তার ব্যক্তিগত স্তরে কোনও মনোমালিন্য নেই, তবে যতটুকু সমস্যা আছে কাজ নিয়ে। সেটি ঠিক করে ফেলবেন বলে জানিয়েছেন। অভিজিতের কথায়, ‘আমি আর শাহরুখ হলাম স্বামী-স্ত্রীর মতো।’

এদিকে সালমান প্রসঙ্গে অভিজিৎ জানান, ভাইজান নাকি ‘মদ্যপ, অসভ্য’! তার নামও মুখে আনতে চান না অভিজিৎ। সেই সাক্ষাৎকারে গায়ক বলেন, ‘আমাকে ওর প্রসঙ্গে কিছু জিজ্ঞেস করবেন না। আমি এমন জায়গায় পৌঁছাতে পারিনি যেখানে ওকে নিয়ে কথা বলতে পারব।’

অতীতে বিভিন্ন সময়ে সালমানের নাম করে বা উহ্য রেখে নানা কটাক্ষ করেছেন অভিজিৎ। কখনও তাকে ‘মদ্যপ’, ‘অসভ্য’ বলেছেন, আবার কখনও এ-ও বলেছেন, ‘রাস্তায় শুয়ে থাকলে এক মদ্যপ এসে গায়ের ওপর গাড়ি চাপা দিয়ে দেবে।’ বলে রাখা ভালো, ফুটপাতে থাকা এক ব্যক্তির ওপর গাড়ি চাপা দেওয়ার অভিযোগ ছিল সালমানের বিরুদ্ধে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy