Google-এর ১০ শতাংশ কর্মী চাকরি হারাচ্ছে, বড় কর্মকর্তাদের কেন ছাঁটাই করছে গুগল?

গুগলের ১০ শতাংশ কর্মী চাকরি হারাচ্ছে, এমনই জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই। তবে এবার সাধারণ কর্মীদের নয়, গুগল থেকে চাকরি যাচ্ছে ম্যানেজার পোস্টের কর্মীদের।

জানা গেছে, ম্যানেজার, ভাইস ম্যানেজার, ডিরেক্টরেরর মত যে পদগুলো রয়েছে, সেখান থেকে অনেকেই চাকরি হারাচ্ছেন। এআই অর্থাৎ আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের সঙ্গে পাল্লা দিতেই গুগল থেকে ১০ শতাংশ উঁচু পদের কর্মীদের চাকরি যাচ্ছে।

গত কয়েক বছরে গুগল অনেক কিছুর পরিবর্তন করেছে। পরিকাঠামো থেকে কোম্পানি বহু পলিসির পরিবর্তন এনেছে। সেই কারণেই এবার আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের সঙ্গে পাল্লা দিতে গুগল থেকে ম্যানেজার, ডিরেক্টর পদের ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে বলে জানান সুন্দর পিচাই।

প্রসঙ্গত, ২০২২ সালে গুগল থেকে ২০ শতাংশ কর্মী চাকরি হারায়। এরপর চলতি বছরের জানুয়ারিতে আরও ১২ হাজার কর্মীর চাকরি যায় গুগল থেকে। কয়েক মাস পর এবার ফের গুগল থেকে ১০ শতাংশ কর্মীর চাকরি যাচ্ছে বলে জানানো হয় কোম্পানির সিইওর পক্ষ থেকে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy