বিশেষ: ডাক্তারির সঙ্গেই IAS অফিসার, UPSC তে 16 র‍্যাঙ্ক করে চমক দিয়েছেন ভারতীয় কন্যা

ভারতের অন্যতম কঠিন পরীক্ষা হল UPSC সিভিল সার্ভিস পরীক্ষা। এই পরীক্ষায় সাফল্য অর্জন করা অনেকের জন্যই স্বপ্ন। কিন্তু বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা অংশু প্রিয়া সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তিনি ডাক্তারি পড়াশোনার পাশাপাশি UPSC পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন এবং তৃতীয়বারের চেষ্টায় পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি সর্বভারতীয় স্তরে 16তম স্থান অর্জন করেন।

অংশু প্রিয়ার বাবা অধ্যাপক এবং পরিবারের সকলেই শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠিত। তিনি নটরডেম অ্যাকাডেমি মুঙ্গের স্কুলে পড়াশোনা করেন। এরপর এইমস পাটনা থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ডাক্তারি পড়াশোনার শেষে তিনি এইমস পাটনাতেই আবাসিক চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন।

ডাক্তারির পড়াশোনার পাশাপাশি তিনি UPSC পরীক্ষার প্রস্তুতি নিতেন। তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন এবং কোনওভাবেই হাল ছাড়তেন না। ২০১৯ সালে তিনি প্রথমবার UPSC পরীক্ষা দেন, কিন্তু প্রিলিমসে উত্তীর্ণ হতে পারেননি। ২০২০ সালে দ্বিতীয়বার পরীক্ষা দেন, কিন্তু আবারও প্রিলিমসে ব্যর্থ হন।

তৃতীয়বারের চেষ্টায় তিনি UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি সর্বভারতীয় স্তরে 16তম স্থান অর্জন করেন। তিনি বর্তমানে একজন IAS অফিসার হিসেবে কর্মরত আছেন।

অংশু প্রিয়ার সাফল্যের কাহিনি আমাদেরকে অনুপ্রাণিত করে। তিনি আমাদেরকে শেখায় যে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে আমরা যেকোনো লক্ষ্য অর্জন করতে পারি।