“পুরীর মন্দির সবার প্রথমে”-দিঘার জগন্নাথ ধাম নিয়ে যা বললেন ISKCON-এর রাধারমণ

অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই ঘোষণা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, মমতা সরকার পুরীর জগন্নাথ ধামের গরিমা নষ্ট করার চেষ্টা করছে।

শুভেন্দুর অভিযোগ

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, মমতা সরকার পুরীর জগন্নাথ ধামের মতো স্থাপত্য তৈরি করার চেষ্টা করছে যা হিন্দু ধর্মের অপমান। তিনি বলেন, “চারধামের একধাম পুরীধাম। পুরীধামকে নকল করার অধিকার কোনও হিন্দু আপনাকে দেয়নি। গীতার মতো পুরীধামেরও বিকল্প হতে পারে না।”

মুখ্যমন্ত্রীর পাল্টা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, দিঘার জগন্নাথ মন্দির পুরীর মন্দিরের নকল নয়, বরং বাংলায় একটি নতুন ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। তিনি আরও বলেন, এই মন্দির হাজার হাজার বছর ধরে বাংলার মানুষের জন্য একটি পবিত্র স্থান হয়ে থাকবে।

ইসকনের প্রতিক্রিয়া

কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, জগন্নাথ মন্দির সারা বিশ্বে আছে এবং পুরীর মন্দিরের নকল নয়। তিনি শুভেন্দুর রাজনৈতিক মন্তব্যে জড়াতে চাননি। তিনি বলেন,’আমরা ভগবানের সেবক। আমরা দাস। যেখানেই ভগবানের সেবার সুযোগ আছে, আমাদের ডাকা হলে আমরা সবসময় উপস্থিত থাকি। দিঘার জগন্নাথ ধাম পুরীর জগন্নাথ ধাম হয়ে গিয়েছে, এটা কখনই বলা হচ্ছে না। দুটো আলাদা মন্দির। পুরীর মন্দির সবার প্রথমে। পুরীর মন্দিরের স্থান কেউ নিতে পারবে না। জগন্নাথের মন্দির সারা বিশ্বে আছে। তার মানে এটা হয় না যে পুরীর নকল হচ্ছে বা পুরীর জগন্নাথ ধামের অপমান করা হচ্ছে। জগন্নাৎ মানে জগতের নাথ। তাই তাঁর মন্দির সব জায়গাতেই হতে পারে। আমরা সেবক, যেখানেই ডাকা হবে আমরা সেবার জন্য তৈরি আছি।’ শুভেন্দু অধিকারী কি রাজনীতি করছেন? জবাবে রাধারমণ দাস বলেন, ‘আমি এটার উত্তর দেব না। আমি আধ্যাত্মিক সংগঠন, ভগবানের সেবাতে নিয়োজিত। তাই এনিয়ে কোনও মন্তব্য করব না।’

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy