চাকরির নামে টাকা চাওয়ায় , প্রেতারককে মার ধর দুই মহিলার

হাসপাতালে পার্থ চট্টপাধ্যায়কে জুতো মারার রস না কাটতেই চাকরির নাম টাকা চাওয়ায় প্রেতারককে ভিডিও অফিসের সামনে জুতো মেরে পুলিশের হাতে তুলে দিলেন দুই মহিলা। এই ঘটনা ছড়িয়ে পরে হাওড়ার ডোমজুড়ে। ওই মহিলাদের অভিযোক , ধৃত রাজেশ চক্রবর্তী ভিডিও অফিসে চাকরি ও প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য তাদের কাছ থেকে দফায় দফায় টাকা নিতে।

রাজেশের নামে আরো অনেক মানুষ অভিযোক জানায় , তিনি ভিডিও অফিস ছাড়াও আরো অন্নান্য সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ,বিনিময় হাজার হাজার টাকা নিতেন।

শেষ পর্যন্ত জুঁই মহিলার তৎপরতায় ধরা পড়লো রাজেশ। আজ সকালে একজন মহিলা চাকরির জন্য টাকা দেওয়ার নাম করে রাজেশকে ডেকে আনে ভিডিও অফিরে। সেখানে ওই দুই মহিলা রাজেশ বাবুর কাজ থেকে টাকা ফেরত চায় , তার পর শুরু হয় মারধর। তার পর ডোমজুরের ভিডিও রাজেশকে পুলিশের হাতে তুলে দেয়।