জেল নাকি ফের ইডি হেফাজত, স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পর ব্যাঙ্কশাল আদালতে রওনা পার্থ-অর্পিতা

জোকা ইএসআই হাসপাতালে আজকের মতো স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পর পার্থ ও অর্পিতাকে নিয়ে ব্যাঙ্কশাল আদালটের দিকে রওনা হলেন ED । আজ তাদের দুজনকে ব্যাঙ্কশাল আদালতে পেস করবেন ED। জেল নাকি অরে একবার ED এর হেফাজত তার নির্দেশ দিবেন বিচারপতি। ED এর আধিকারিকরা জানিয়েছেন , গেরাই পার্থ তাদের সেভাবে সহযোগিতা করেন। তবে ED র আধিকারিকরা বেশ কিছু তথ্য জানতে পারে অর্পিতার কাছ থেকে। কিন্তু এড র সামনে দুজনেই দাবি করেন , উদ্ধার হওয়া ৫০ কোটি টাকা তাদের নয়।

তাহলে সেই টাকা কাদের ? সেই প্রশ্নের উত্তর খুঁজছে ED। আরো অনেক প্রশ্নের উত্তর জানতে দুজনকে আরো হেফাজতে রাখার আবেদন জানাতে পারে ED আদালতের কাছে।

মঙ্গলবার জোকা ইএসআই হাসপাতাল থেকে পার্থকে বের করে সময় তাকে লক্ষ করে জুতো ছোড়েন এক মহিলা। সেই জুতো পার্থর গায়ে না লাগলেও এই বিষয় নিয়ে সতর্ক ED। এ দিন বুধবার ফের যখন পার্থ ও অর্পিতাকে মেডিক্যালের জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া সময় নিরাপত্তা বাড়ানো হয় । জুতো ছড়ানোর পর থেকে ব্যাঙ্কশাল আদালতে বাড়ানো হয় নিরাপত্তা।