মোদীর স্মৃতি শক্তিকে বাইডেনের সঙ্গে তুলনা, জবাবে যা বললেন জয়সওয়াল

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতোই স্মৃতিভ্রংশের অসুখে ভুগছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি এমন মন্তব্য করতে শোনা গেছে রাহুল গান্ধীকে। কংগ্রেস নেতার এমন মন্তব্যে অবশেষে প্রতিক্রিয়া জানালো মোদী সরকার।

কিছুদিন আগে মহারাষ্ট্রের অমরাবতীতে ভোটপ্রচারের জনসভায় রাহুল বলেন, আমার মনে হয় মোদী স্মৃতিভ্রংশের অসুখে ভুগছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও কথা বলার সময় ভুলে যান। তাকে পিছন থেকে মনে করিয়ে দিতে হয়। তিনি নিজের স্মৃতিশক্তি হারিয়েছেন। একই ভাবে আমাদের প্রধানমন্ত্রীও স্মৃতিশক্তি হারিয়েছেন।

রাহুল আরও বলেন, এক বছর ধরে আমি বলে চলেছি বিজেপি তাদের ভাষণে সংবিধানকে আক্রমণ করে চলেছে। কিন্তু মোদী বলছেন কংগ্রেসই নাকি সংবিধানকে আক্রমণ করছে। তিনি জানতে পেরেছেন মানুষ ক্ষুব্ধ। তাই মোদী বলছেন আমি নাকি সংবিধানকে আক্রমণ করছি।

রাহুলের এমন মন্তব্যের জবাব দিতে এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক বহুমুখী। আর সেই সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে পারস্পরিক সম্মান, অঙ্গীকার, একাত্মবোধ ও ঐকান্তিকতার ওপরে।

আমরা এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক বলেই দেখছি। তার মতে, এহেন মন্তব্য কখনওই আমেরিকার প্রতি ভারত সরকারের মনোভাবের প্রতিনিধিত্বমূলক নয়।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy