বাগানে মাটি খোঁড়া শুরু, ‘অপা’র কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ ইডির

দুর্নীতিকাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জির একাধিক ফ্ল্যাট এবং বাড়ি-সম্পত্তির খোঁজ পেয়েছে ইডির আধিকারিকরা। শান্তিনিকেতনে ‘অপা’র বাগানের মাটি খোঁড়া শুরু করেছে কেন্দ্রীয তদন্ত সংস্থা ইডি। তিনঘন্টা ধরে চলছে পুরো জায়গার তল্লাশি। ‘অপা’র কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি।

‘অপা’র কেয়ারটেকারকে প্রশ্ন করা হচ্ছে, কখন আসতেন পার্থ-অর্পিতা ? বেতন কে দিতেন ? কেয়ারটেকার জানিয়েছেন, একজন মহিলা বেতন দিতেন। সূত্রের খবর, ঘরের আলমারিতে কোনও জিনিস থাকতে পারে সন্দেহ করছেন তাঁরা। কিন্তু আলমারির কোনো চাবি পাওয়া যায়নি। পরবর্তীতে তালা ভাঙা হতে পারে। এর পরই শুরু হয়েছে বাগানে খোঁড়া।

প্রসঙ্গত, এর আগে প্রায় সাড়ে ১৩ ঘণ্টা তল্লাশি চালানোর পর অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ ৩০ কোটি টাকাসহ ৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে অ্যানফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্মকর্তারা। গত বৃহস্পতিবার ভোর ৫টার দিকে টাকা গোনা শেষ হয়েছিল।