মাইক্রোসফটের বিরুদ্ধে ‘তদন্ত করছে’ এফটিসি, জেনেনিন কেন?

মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল ট্রেড কমিশনের তদন্তের মুখে পড়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট, যেখানে কোম্পানিটির বিরুদ্ধে বেশ কয়েকটি অ্যান্টিট্রাস্ট নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

গত কয়েক বছরে এমন তদন্তের মুখে পড়া পঞ্চম বড় প্রযুক্তি কোম্পানি হতে যাচ্ছে মাইক্রোসফট। বাকিরা হচ্ছে, অ্যামাজন, অ্যাপল, মেটা ও গুগল।

সংস্থাটি মাইক্রোসফটের ক্লাউড ও সফটওয়্যার লাইসেন্সিং ব্যবসা, সাইবার নিরাপত্তা ও এআই পরিষেবার আদ্যোপান্ত খতিয়ে দেখছে, যা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন বাণিজ্য সংবাদ সাইট ব্লুমবার্গ। আর এই তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি, যিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক, তার কাছ থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে প্রযুক্তি সাইট ভার্জ।

বছরের শুরুতে মার্কিন সরকারের ‘সাইবার সেইফটি রিভিউ বোর্ড’ বলেছিল, মাইক্রোসফটের নিরাপত্তার চর্চা পর্যাপ্ত নয় এবং এর সংস্কার দরকার। বিশেষ করে, প্রযুক্তির ইকোসিস্টেমে কোম্পানির কেন্দ্রীয় ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ।”

এর পরপরই কোম্পানির সিইও সাত্যিয়া নাদেলা কর্মীদের জন্য একটি মেমো জারি করে বলেন, “নিরাপত্তা ও অন্য কোনো বিষয়ের কোনোটাকে যদি গুরুত্ব দিতে হয়, আমার জবাব একেবারে পরিষ্কার। সেটা হল, নিরাপত্তা নিয়ে কাজ করুন।”

এফটিসি যদি সত্যিই মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করে থাকে, তবে তা কোম্পানিকে পুরোনো দিনের কথা মনে করিয়ে দিতে পারে। ৯০’র দশকের শেষে নিজস্ব ওয়েব ব্রাউজার ও উইন্ডোজ অপারেটিং সিস্টেম সমন্বিত করে আধিপত্য বিস্তারের অভিযোগ তুলে কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছিল মার্কিন বিচার বিভাগ।

কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় বেশিরভাগ ক্ষেত্রেই এমন অ্যান্টিট্রাস্ট তদন্তে মাইক্রোসফটের নাম আসেনি, যেখানে অ্যামাজন, অ্যাপল, মেটা ও গুগল, প্রত্যেকেই আধিপত্য বিস্তার সংশ্লিষ্ট অভিযোগের বিরুদ্ধে লড়ছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy