SPORTS: অজি পেসারদের দাপট, ১৫০ রানে অলআউট হয়ে গেলো ভারত

পার্থের পেস বান্ধব উইকেটে অজি পেসারদের গতি আর বাউন্সে উড়ে গেছে ভারত। তাসের ঘরের মতো ভেঙে গেছে সফরকারীদের ব্যাটিং লাইনআপ! মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডদের সামলাতে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছেন বিরাট কোহলিরা।

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয় ভারত। তাদের ইনিংসের স্থায়িত্ব ছিল কেবল ৪৯ ওভার ৪ বল। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডি। অজিদের হয়ে ২৯ রানে ৪ উইকেট পেয়েছেন হ্যাজেলউড।

রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ নতুন উদ্বোধনী জুটি। ৮ বল খেলে ডাক খেয়েছেন ইয়াশভি জয়সওয়াল। এই তরুণ ওপেনার দ্রুত ফেরায় উদ্বোধনী জুটিতে ভারত তুলতে পেরেছে কবেওল ৫ রান।

ডাক খেয়েছেন আরেক তরুণ দেবদূত পাডিক্কালও। তিনে খেলতে নেমে রীতিমত ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা হয়েছে তার! শেষ পর্যন্ত তাকে মুক্তি দিয়েছেন হ্যাজেলউড। ২৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

১৪ রানে ২ উইকেট হারানোর পর দলকে আরো বিপদে ফেলেছেন বিরাট কোহলি। অফফর্মে থাকা এই টপ অর্ডার ব্যাটার কিছুতেই যেন ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না। ১২ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার।

টপ অর্ডার ব্যাটারদের এমন আসা-যাওয়ার মাঝেও এক প্রান্তে দাঁড়িয়ে লড়াই করার চেষ্টা করেছেন লোকেশ রাহুল। কিন্তু উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। রোহিত শর্মার অনুপস্থিতিতে ইনিংস ওপেন করতে নেমে ৭৪ বলে ২৬ রান এসেছে রাহুলের ব্যাট থেকে।

টপ অর্ডারের ব্যাটারদের পথ ধরেই হেটেছেন ধ্রুব জুরেল-ওয়াশিংটন সুন্দররা। তবে মিডল অর্ডারে ব্যতিক্রম ছিলেন ঋষব পান্ত ও নীতিশ। এ দুজনে চেষ্টা করেছেন দলকে টেনে তোলার। তবে ৩৭ রান করে পান্ত বিদায় নিলে আর কেউই নীতিশকে সঙ্গ দিতে পারেননি। শেষ ব্যাটার হিসেবে ৪১ রান করে আউট হয়েছেন নীতিশ।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy