মেটাকে ৮৪ কোটি ডলার জরিমানা করলো ইউরোপীয় ইউনিয়ন , জেনেনিন কারণ?

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, কোম্পানিটি ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা-সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে।

ইউরোপীয় কমিশনের অভিযোগ, মেটা তার অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা ফেসবুক মার্কেটপ্লেসকে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাথে যুক্ত করেছে। একই সাথে অন্যান্য অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা প্রদানকারীদের উপর অন্যায্য শর্ত আরোপ করেছে মেটা। যা বিশ্বাস-বিরোধী আইন (অ্যান্টি ট্রাস্ট রুল) লঙ্ঘন। আর ক্ষমতার সেই অপব্যবহারের কারণেই মেটার উপর ৭৯ কোটি ৭৭ লক্ষ ইউরো জরিমানা করা হয়েছে।

ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে জারি করে বিবৃতিতে বলা হয়, অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা ফেসবুক মার্কেটপ্লেসকে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাথে যুক্ত করে এবং অন্যান্য অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা প্রদানকারীদের উপর অন্যায্য শর্ত আরোপ করে ইউরোপীয় ইউনিয়নের বিশ্বাস-বিরোধী আইন লঙ্ঘন করেছে মেটা। এই কারণে সংস্থাকে জরিমানা করা হয়েছে।

ফেসবুক ব্যবহারকারীরা এমনিই মার্কেটপ্লেসের সাথে যুক্ত থাকেন। ইউরোপীয় কমিশনের পর্যবেক্ষণ, ব্যবহারকারীরা চান বা না চান, তাদের কাছে ফেসবুকের অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা নিয়মিত ভাবে উন্মোচিত হয়৷ এটি ফেসবুককে বাড়তি সুবিধা দেয়। কিন্তু মার্কেটপ্লেসের প্রতিযোগীদের জন্য সেই সুবিধা নেই।

ফলে অন্যান্য অনেক অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা ক্ষতির মুখে পড়ছে। জরিমানা প্রসঙ্গে ইউরোপীয় কমিশনের প্রতিযোগিতা নীতির দায়িত্বে থাকা এগজিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট মার্গ্রেথ ভেস্টেগার এক বিবৃতিতে জানিয়েছেন, সামাজিক যোগাযোগ প্রাধান্যের সুযোগ নেওয়া এবং প্রচারমূলক বিষয়বস্তু বিজ্ঞাপনের জন্য ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করার জন্য মেটার উপর ওই জরিমানা চাপিয়েছ ইউরোপীয় কমিশন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy