প্রতিমাসে লক্ষ লক্ষ টাকার ফল কিনে খেতেন পার্থ চট্টপাধ্যায় ! তদন্তে ED -র আধিকারিকরা

রাজনীতিতে আছে বটেই !চেহারের দিক থেকেও তার নাম আগে থাকলেও কোনো অসুবিধা হবে না। পার্থ চট্টপাধ্যায়ের খাদ্যরসিক হোয়াই তো স্বাভাবিক। তা বলে যে তিনি মাসে আড়াই লক্ষ টাকার ফল কিনবেন ? তার কি ফল খেতে এতোই ভালো লাগে ? এই প্রশ্নগুলির উত্তর খুজঁছে ED আধিকারিকরা কথা বলবেন ভুবনেশ্বের এইমসের চিকিৎসকদের সাথে।

চিকিৎসকেরা জানায় এই TMC র নেতা দীর্ধদিন ধরে ডিয়াবিটিসে আক্রান্ত। তাই তাদের প্রশ্ন , এই ধরণের ডিয়াবিটিসে আক্রান্ত ব্যক্তি কি আড়াই লক্ষ টাকার ফল খেতে পারেন ? ED এই প্রশ্নের উত্তর জানতে চাইছে চিকিৎসকদের কাছে।

পার্থকে গ্রেপ্তারের সময় ২৪ ঘন্টা তার বাড়িতে ছিলেন ED -র আধিকারিকরা। তাকে হেফাজতে নেওয়ার সময় তার বাড়ি থেকে অনেক নথি পাওয়া যা। সেই নথি তথ্যের ভিত্তিত্বে তল্লাশি চালায় ED। সেই জায়গা থেকেও অনেক তথ্য পায় ED।