নেটফ্লিক্সে এখন পছন্দের দৃশ্যের স্ক্রিনশট নিতে পারবেন, জেনেনিন কিভাবে?

সিনেমা, টেলিভিশন ধারাবাহিক এবং ওটিটি সিরিজ দেখার জন্য সেরা প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। সারাবিশ্বে গ্রাহক আছে প্ল্যাটফর্মটির। সেই সংখ্যা কয়েক কোটি ছাড়িয়েছে বহু আগেই। গ্রাহকদের জন্য মাঝে মাঝে বিভিন্ন সুবিধা বন্ধ করছে সংস্থা, আবার নতুন সুবিধাও আনছে।

এবার নতুন এক ফিচার যুক্ত করছে নেটফ্লিক্স তার অ্যাপে। ফিচারটি নাম হচ্ছে ‘মোমেন্টস’। এবার অনায়াসে পছন্দের সিনেমা, রিয়ালিটি শো কিংবা ওয়েব সিরিজের কোনো দৃশ্যের স্ক্রিনশট নেওয়া যাবে অ্যাপ থেকেই। ফলে প্রিয় মুহূর্ত নিজের কাছে রেখে দেওয়ার ক্ষেত্রে আদর্শ এই ফিচার।

এরই মধ্যে আইওএস ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে ‘মোমেন্টস’। আগামী সপ্তাহেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এই ফিচার ব্যবহার করতে পারবেন। এতকাল মোবাইল অ্যাপ থেকে নেটফ্লিক্সের কোনো প্রোগ্রামের স্ক্রিনশট নিতে গেলে স্ক্রিন অন্ধকার হয়ে যেত। ফলে ইচ্ছা করলেও পছন্দের দৃশ্য় ক্যামেরাবন্দি করা যেত না।

মূলত বেআইনি ভাবে যাতে কোো দৃশ্য কেউ এই প্ল্যাটফর্ম থেকে না নিতে পারে, সে কারণেই ছিল বাধা-নিষেধ। তবে ‘মোমেন্টস’ আসায় মুশকিল আসান। এখন থেকে কোনো ওয়েব সিরিজ বা ফিল্মের কোনো দৃশ্য পছন্দ হলে তা সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিতে পারবেন। আবার শেয়ারও করা যাবে অন্যের সঙ্গে যে কোনো প্ল্যাটফর্মে।

‘মোমেন্টস’ অ্যাপটি ব্যবহার করতে- অ্যাপ স্ক্রিনের ঠিক নিচে একটি বোতাম দেখতে পাবেন। সেটি প্রেস করলেই ওই বিশেষ দৃশ্যটি আর্কাইভে চলে যাবে। সেখান থেকে মাই নেটফ্লিক্স ট্যাবে তা সেভ হয়ে যাবে। যখন খুশি সেই ট্যাব থেকে পছন্দের দৃশ্যটি দেখে নিতে পারবেন সাবস্ক্রাইবরা। ইচ্ছা করলে শেয়ার করা যাবে সোশ্যাল মিডিয়াতেও।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy