BigNews: বিপণির মালিক অর্পিতা মুখার্জি, পুরোপুরি সিল করে দিল ইডি

অর্পিতা মুখার্জিকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে একাধিক জায়গায় অভিযান চালায় ইডির আধিকারিকরা। পাটুলিতে অর্পিতা মুখার্জির একটি নখ-নকশার বিপণি সিল করে দিল ইডি। ঘটনাচক্রে, অট্টালিকার মালিক ওই ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ দাস।
গত শুক্রবার শেষ বারের মতো খোলা হয়েছিল পাটুলিতে নখ-নকশার বিপণি। তার পর থেকে টানা বন্ধ। মঙ্গলবার দুপুরের পর সেখানেই পৌঁছে গেলেন ইডির আধিকারিকরা। তাঁদের দাবি, ওই বিপণির মালিক অর্পিতা মুখার্জি। ঘন্টা তিনেক সেই বিপণিতেই ছিলেন ইডি আধিকারিকরা।
প্রসঙ্গত, প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জিকে টানা জেরা করছে ইডি। গত শনিবার দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দু’জনেই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর টানা জেরার মুখে পার্থ এবং অর্পিতা। মাঝে মাঝেই কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখার্জি। চোখে জল চলে আসে সদ্য প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। বারবার ছেড়ে দেওয়ার কাতর আর্জি জানালেন দুজনেই।