এবার কুণালের বাড়িতে টেট পরীক্ষার্থীরা, অভিষেকের সঙ্গে বৈঠকের আশ্বাস
August 2, 2022

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে চান টেটের চাকরিপ্রার্থীরা। এইজন্য তাঁরা এবার হাজির হলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বাড়িতে। আগে এঁরাই অভিষেকের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করেছিলেন। কিন্তু টেট প্রার্থীদের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির থেকে তাঁদের তুলে দেওয়া হয়।
তাই সমাধানের আশায় টেটের চাকরিপ্রার্থীরা কুণালের বাড়িতে আসেন। যদিও এখনো তাঁর সঙ্গে দেখা হয়নি। তবে কুণাল অভিষেকের সঙ্গে একটি বৈঠকের দিন ঠিক করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, অভিষেকের সঙ্গে একটি বৈঠকের দিন ঠিক করে দেওয়ার আর্জি জানিয়েছিলেন টেট পরীক্ষার্থীরা, তাঁদের নিয়োগের ব্যাপারেও অভিষেকের সাহায্য চেয়েছিলেন তাঁরা। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তাঁদের একটি বৈঠকের দিন ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছেন টেট পরীক্ষার্থীরা।