মন্ত্রীসভার রদবদল, এর আগেই জরুরি বৈঠকে মুখ্যসচিব
August 2, 2022

পার্থ চ্যাটার্জির গ্রেফতারির পর মন্ত্রী সভায় সম্ভাব্য রদ বদল নিয়ে অবশেষে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার দুপুরে মন্ত্রী সভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন বুধবার ৩ আগস্ট ৫ -৬ জন নতুন মুখ আনা হবে মন্ত্রী সভায়।
রাজ্য মন্ত্রিসভার রদবদল হওয়ার আগেই রাজ্য সরকারের দশটি দফতরের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করতে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মন্ত্রিসভায় রদবদলের আগে মুখ্যসচিবের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনিক মহল। বিকেল চারটের সময় নবান্নে থেকে এই বৈঠক শুরু হয়ে গিয়েছে।
এই বৈঠকে সব জেলাশাসকদেরও ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।