OMG! মঞ্চে মদ্যপকে দেখেই দৌড় দিলেন সোনু নিগম! দেখেনিন ভাইরাল ভিডিও

রাজস্থানের কোটাতে মঞ্চে গান করছিলেন সংগীতশিল্পী সোনু নিগম। অনুষ্ঠান একেবারে হাউজফুল। একের পর এক গানে দর্শকদের মুগ্ধ করছিলেন বলিউডের এই জনপ্রিয় গায়ক। কিন্তু হঠাৎই ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড।

সোনু যখন গান গাইতে ব্যস্ত ঠিক তখনই এক মদ্যপ এসে হাজির মঞ্চে! ধরতে চাইলেন সোনু নিগমের পা! আর তা বুঝতেই তখনই গাইতে গাইতেই দৌড়ছুট দিলেন সোনু নিগম। এরই মধ্যে নিরাপত্তারক্ষীরা সেই মদ্যপকে সরানোর চেষ্টা করছেন। এক পর্যায়ে গায়েও হাত তোলা হয় সেই মদ্যপকে।

এমন মুহূর্তে গান থামেননি সোনু। বাধা এড়িয়ে গেয়েই চলেছিলেন। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও।

ভিডিও দেখে নেটিজেনদের দাবি, এরকম অনুষ্ঠানে আরও নিরাপত্তা বাড়ানো উচিত। না হলে শিল্পীরা বিপদে পড়তে পারেন। অনেকে আবার বলছেন, মদ্যপ ব্যক্তি সোনু নিগমের ফ্যান। ব্যক্তিকে এভাবে না মারলেও চলত। তবে এই ঘটনা নিয়ে এখনও মুখ খোলেননি সোনু।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy