শিগগিরই পিসি সংস্করণে খেলা যাবে প্লে স্টেশনের ব্লকবাস্টার গেইম ‘স্পাইডার-ম্যান ২’।
১৮ অক্টোবর এক ব্লগ পোস্টে সনি ঘোষণা দিয়েছে, প্লেস্টেশন ৫-এর অন্যতম এক্সক্লুসিভ গেইমটি পিসি’তে খেলা যাবে ৩০ জানুয়ারি থেকে, যা অনলাইন গেইমিং সেবা ‘স্টিম’ ও এপিক গেইম স্টোর উভয় জায়গায় পাওয়া যাবে।
পিসি সংস্করণে মূল গেইমের পাশাপাশি এর সকল ডাউনলোডএবল কনটেন্ট বা ‘ডিএলসি’ও থাকবে। উদাহরণ হিসেবে, এর ‘নিউ গেইম প্লাস’ মোড ও অতিরিক্ত কয়েকটি স্পাইডার স্যুট।
এ ছাড়া, গেইমটিতে পিসি’র জন্য বিশেষভাবে তৈরি ফিচার, ‘যেমন- কিবোর্ড ও মাউস নিয়ন্ত্রণ, আল্ট্রা ওয়াইডস্ক্রিন সমর্থন ও বেশ কিছু গ্রাফিকাল অপশন’ থাকবে বলে জানিয়েছেন গেইমটির নির্মাতা ইনসমনিয়াক-এর প্রযুক্তি প্রধান মাইক ফিটজজেরাল্ড।
এ ঘোষণার অংশ হিসেবে সনি আরও বলেছে, উভয় প্ল্যাটফর্মেই মার্ভেলের স্পাইডার-ম্যান ২ গেইমের জন্য অতিরিক্ত গল্প যোগ করার ‘পরিকল্পনা নেই’ তাদের।
গেইমটির পিসি সংস্করণ বানিয়েছে ডাচ গেইম নির্মাতা ‘নিক্সেস’, যারা এর আগে ‘স্পাইডার-ম্যান’-এর মূল সংস্করণ ও স্পিন অফ সংস্করণ ‘মাইলস মোরালস’-এর পাশাপাশি শুটার গেইম ‘র্যাচেট অ্যান্ড ক্ল্যাংক: রিফট অ্যাপার্ট’ নিয়েও কাজ করেছে। এমনকি রোল প্লেয়িং গেইম ‘হরাইজন জিরো’র রিমাস্টার সংস্করণও বানিয়েছে গেইমিং স্টুডিও’টি, যা উন্মোচিত হবে ৩১ অক্টোবর।
পিসি সংস্করণে নিজেদের বিভিন্ন গেইম আনার বাজি ধরেছে সনি, যার সর্বশেষ ঘটনা হচ্ছে স্পাইডার-ম্যান ২। এর আগে জুনে প্লে স্টেশনের ‘পিসি ওভারলে’ চালু করেছিল কোম্পানিটি, যার সঙ্গে এসেছিল ‘গোস্ট অফ সুশিমা’ নামের অ্যাডভেঞ্চার গেইমটিও।