জি-মেইলের নতুন ডিজাইন উন্মুক্ত, জেনেনিন একনজরে

বিশ্বের সব ব্যবহারকারীর জন্য ম্যাটারিয়াল ডিজাইন ৩ ভিত্তিক নতুন জি-মেইল ইন্টারফেস উন্মুক্ত করেছে গুগল। নতুন ইন্টারফেসে ওয়ার্কস্পেসের আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। এখন থেকে জি-মেইল মিট, চ্যাট ও স্পেস একত্রে ব্যবহার করা যাবে। খবর গ্যাজেটসনাউ।

নতুন ডিজাইনে জি-মেইল, চ্যাট, মিট ও স্পেসেসকে একত্র করা হয়েছে। জি-মেইল ব্যবহারকারীরা বামদিকে চ্যাট অপশন আগে থেকেই দেখে এসেছে। এখন থেকে সেখানে নতুন ডিজাইন থাকবে। ব্যবহারকারীরা এখন সহজেই জি-মেইল থেকে গুগলের অন্যান্য অ্যাপসে প্রবেশ করতে পারবে। পাশাপাশি প্রয়োজন ও পছন্দ অনুযায়ী ডিজাইন পরিবর্তন করতে পারবে।

নতুন ডিজাইনে বামপাশে কুইক সেটিংস থাকবে। যেখান থেকে জি-মেইল, চ্যাট, স্পেসেস ও মিটে সুইচ করা যাবে। পাশাপাশি বিল্ট ইন লেবেল ও ব্যবহারকারীর পছন্দের লেবেল আলাদা থাকবে। এছাড়া ব্যবহারকারীরা কথোপকথনের জন্য নতুন চ্যাট বাবল দেখতে পারবে এবং সেখানে দ্রুত উত্তর দেয়ার সুবিধাও থাকবে। সেই সঙ্গে সার্চ ক্লিপ ও উন্নত সার্চ রেজাল্টের মাধ্যমে ই-মেইল খুঁজে পাওয়াকেও সহজ করছে গুগল।