বিশেষ: দুবাইয়ে ‘শিগ্রই’ চালু হচ্ছে এয়ার ট্যাক্সি স্টেশন, জেনেনিন কী কী থাকবে?

দুবাইতে শিগগিরই চালু হতে যাচ্ছে এয়ার ট্যাক্সি প্রকল্পের প্রথম স্টেশন।

এ স্টেশন চালুর ঘোষণা অল্প কিছুদিনের মধ্যেই আসবে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ)।

প্রথম এয়ার ট্যাক্সি স্টেশনটির আনুষ্ঠানিক শুরু হবে কার্যক্রম ২০২৬ সালের প্রথম প্রান্তিকে। একইসঙ্গে এ প্রকল্পটির আওতায় প্রাথমিকভাবে চারটি স্টেশন চালু করার কথা লিখেছে উপসাগরীয় দৈনিক খালিজ টাইমস।

আকাশপথে মানব চালকহীন পরিবহনের দৃষ্টিকোণ থেকে প্রকল্পটিকে “একটি উচ্চাভিলাষী পদক্ষেপ” বলে বর্ণনা করেছেন আরটিএ-এর ‘পাবলিক ট্রান্সপোর্ট এজেন্সি’র পরিবহন ব্যবস্থা বিভাগের পরিচালক খালিদ আল আওয়াধি।

আওয়াধি বলছেন, শহরের বিভিন্ন অঞ্চলে পরিষেবা দেবে এই এয়ার ট্যাক্সিটি। বিশেষ করে হোটেল ও বিমানবন্দরের সঙ্গে এয়ার ট্যাক্সিটির পরিষেবা যোগ করার দিকে মনোযোগ দিচ্ছেন এর নির্মাতারা।

১৬ থেকে ২০ সেপ্টেম্বর ‘দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’-এ আয়োজিত ‘ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমস কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন’ ইভেন্টে এসব কথা বলেন আওয়াধি।

এ প্রকল্পের প্রথম ধাপে দুবাইয়ের চারটি কৌশলগত সাইটে নির্মাণ করা হবে স্টেশন– দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, ডাউনটাউন, দুবাই মেরিনা ও পাম জুমেইরাহ। স্টেশনগুলোর ডিজাইন ও উন্নয়নে কাজ করছে ‘স্কাইপোর্টস’। এতে আরও থাকবে ডেডিকেটেড টেক-অফ ও ল্যান্ডিং এলাকা, বৈদ্যুতিক চার্জিং সুবিধা, একটি ডেডিকেটেড যাত্রী এলাকা ও সুরক্ষা ব্যবস্থা।

ইভেন্টটিতে ‘জবি এভিয়েশন’-এর মধ্যপ্রাচ্যের মহাব্যবস্থাপক টাইলার ট্রেরোটোলা বলেছেন, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু হতে পারে, যার প্রাথমিক কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে আগামী বছরের শেষের দিকে।

“এই এয়ার ট্যাক্সিটি এক ধরনের বিদ্যুচ্চালিত আকাশযান, যাতে চারজন যাত্রী ও একজন পাইলটের আসন থাকবে। ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে এটি সর্বোচ্চ ১৬০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। হেলিকপ্টার যাত্রার তুলনায় এতে ভ্রমণ ‘স্মুথ’ ও অপেক্ষাকৃত নীরব হবে বলে দাবি এর উদ্যোক্তাদের। এই এয়ার ট্যাক্সি থেকে ৪৫ ডেসিবেলের বেশি আওয়াজ হবে না, যা বৃষ্টির শব্দের চেয়েও কম।”

এ নতুন পরিষেবাটি দুবাইয়ের যানজট কমাতেও অবদান রাখবে বলে উল্লেখ করেন ট্রেরোটোলা। এটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেইরাহ ভ্রমণের সময়কে মাত্র ১০-১২ মিনিটে নামিয়ে আনবে। দুবাইতে স্মার্ট গতিশীলতার জন্য এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন টাইলার। বিদ্যুতে চলা এয়ার ট্যাক্সিটি পরিবেশবান্ধব হবে।

এ প্রকল্পের চুক্তিটি স্বাক্ষর হয়েছে দুবাইয়ে সাম্প্রতিক ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট’ চলাকালে, যেখানে ছয় বছরের জন্য শহরে এয়ার ট্যাক্সি চালানোর একচেটিয়া অধিকার পেয়েছে ‘জবি এভিয়েশন’। এয়ার ট্যাক্সিটির রুট নির্ধারণ, প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহ, প্রয়োজনীয় সক্ষমতা ও যান সরবরাহ’সহ এ প্রকল্পটি সফল করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা অন্তর্ভুক্ত আছে এ চুক্তিতে।

পরিবহন খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শীর্ষ শহর হিসাবে দুবাইয়ের অবস্থানকে উন্নত করে তুলবে এ প্রকল্প। পাশাপাশি টেকসই উদ্ভাবনের প্রতি দেশটির প্রতিশ্রুতিরও প্রতিফলিত এটি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy