অর্পিতার সংস্থার নামে ১০ বিঘা জমির খোঁজ ভাঙড়ে, বিঘাপ্রতি দাম প্রায় ২০ লক্ষ টাকা

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর (ইডি) তদন্তে বেরিয়ে আসছে পার্থ ও অর্পিতার একের পর এক ফ্ল্যাটের খোঁজ। আবার মিলল তাদের নামে জমির খোঁজ। পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখার্জি ও তাঁর ‘ইচ্ছে এন্টারটেনমেন্ট’ সংস্থার নামে প্রায় ১০ বিঘা জমির হদিস মিলল। জমিটি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বানতলা চর্মনগরী এলাকায় রয়েছে।
ভূমি ও ভূমি সংস্কার দফতরের একটি সূত্র জানিয়েছে, ওই এলাকায় বর্তমানে জমির দাম বিঘাপ্রতি প্রায় ২০ লক্ষ টাকা। খোঁজ পাওয়া গেছে ১০ বিঘা জমির। ২০১৮ সালে এই জমির দাম কিছু কম থাকলেও পার্থ ও অর্পিতা যে ওই জমি সে সময়েও ‘জলের দরে’ পেয়েছিলেন, সেটা বলাই চলে।
প্রসঙ্গত, ইডির আধিকারিকদের জেরায় অর্পিতা স্বীকার করে নেন সব টাকা পার্থ চট্টোপাধ্যায়েরই। তিনি আরও বলেন, সব টাকা পার্থ চট্টোপাধ্যায়ের ছেলেরা এসে রেখে যেত। যে ঘরে টাকা রাখা হত সেই ঘরে তাঁর ঢোকার অনুমতি ছিল না।