BigNews: পার্থকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখার্জি
July 29, 2022

পার্থ চ্যাটার্জির ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে নগদ টাকাসহ সোনা ও বিদেশী মুদ্রা পেয়েছে ইডির একটি দল। পার্থ চ্যাটার্জির গ্রেফতারের পর আটক করা হয় অর্পিতাকে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির আধিকারিকদের লাগাতার প্রশ্নের কারণে ভেঙে পড়েন অর্পিতা এবং টালিগঞ্জ ও বেলঘড়িয়ায় রাখা টাকা পার্থ চট্টোপাধ্যায়েরই একথা স্বীকার করে নেন তিনি।
প্রাক্তন শিক্ষামন্ত্রীর সামনেই রাশি রাশি টাকার পাহাড়, গয়নাগাটি-সম্পত্তি সবই পার্থর একথা জানিয়ে দিলেন অর্পিতা মুখার্জি। ইডির সূত্রের দাবি, টিভিতে টাকা দেখে অর্পিতা বলেন, ‘তার মধ্যে এক টাকাতেও হাত দেওয়ার অধিকার ছিল না আমার। গয়নাগাটি সব আলমারির লকারে রাখা থাকত।’
অর্পিতার এইসব বলার সময়ে পার্থ নাকি চুপ করে বসেছিলেন। অর্পিতা মুখার্জি বলে যান, ‘স্যর, আমার নামে সম্পত্তি-কোম্পানি সবই রয়েছে। কিন্তু আমি এক জন বেতনভুক কর্মী!’