BigNews: পেজারের পর এবার ওয়াকিটকি বিস্ফোরণ, হিজবুল্লাহর ঘাঁটিতে বহু হতাহতের শঙ্কা

পেজার বিস্ফোরণে বহু হতাহতের রেশ কাটতে না কাটতেই এবার লেবাননের বৈরুতজুড়ে হিজবুল্লাহর ঘাঁটিতে ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কতগুলো ওয়াকি-টকি বিস্ফোরিত হয়েছে তা এখনো জানা যায়নি। তবে এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বুধবার রাতে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরাইল।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৈরুতের দাহিয়েহ শহরতলীতে হিজবুল্লাহর ওয়াকি-টকি বিস্ফোরণের মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহতের খবর জানিয়েছে টাইমস অব ইসরাইল। যদিও হতাহতের বিষয়টি নিশ্চিত করা যায়নি।

এর আগে, মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজার (ওয়্যারলেস ডিভাইস) বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং প্রায় তিন হাজার আহত হয়েছেন।

লেবাননের নিরাপত্তা সূত্রের দাবি, কয়েক মাস আগে তাইওয়ানের কাছ থেকে ৫ হাজার পেজার বা ‘বীপার’ কিনেছিল হিজবুল্লাহ, যার ভেতর বিস্ফোরক স্থাপন করেছিল ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy