ভারতে লঞ্চ হল Google Pixel Buds Pro ইয়ারফোন, য়্যারলেস চার্জিং সাপোর্ট ও ANC ফিচারের সাথে দাম জেনেনিন

Google ভারতের বাজারে Pixel 6a স্মার্টফোনের সাথে লঞ্চ করলো Pixel Buds Pro ইয়ারফোন। এতে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারের সাপোর্ট। গত মে মাসে Google’s IO 2022 ইভেন্টে সর্বপ্রথম এই ইয়ারফোনটি আত্মপ্রকাশ করেছিল। তাই ভারতের বাজারে আসার আগেই জেনেনিন এই স্মার্টফোনটির আগাম কিছু তথ্য –
মোবাইলের নাম : Pixel Buds Pro
ব্যাটারিও চার্জার : Pixel Buds Pro ইয়ারফোনের ব্যাটারি 3.7V, 45mAH×2 পর্যন্ত একটিভ থাকবে। এর সাথে ফাস্ট চার্জিং সাপোর্টসহ মাত্র 2 hour চার্জে এটি 31-Hour পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। আবার চারজিং এর জন্য সাথে Type C ক্যাবল সহ য়্যারলেস চার্জিং সাপোর্ট দেবা হবে।
অন্যান্য : Pixel Buds Pro ইয়ারফোনের, 11mm স্পিকার ড্রাইভার এর সাথে 5.2 Bluetooth Version এর সাপোর্ট থাকবে।
বাজার মূল্য : ভারতীয় মূল্যে প্রায় 19,990 টাকা প্রাইজ ট্যাগের সাথে ইয়ারফোনটি লঞ্চ হবে।rs