“লোকের সেবা করতে এসে খুন হল মেয়ে”- সঠিক বিচার চাইছেন মৃত ডাক্তারের মা-বাবা
August 9, 2024

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসক ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্যের জাল বিস্তার হয়েছে। শেষবার বাড়িতে ফোন করে মা’কে খাওয়ার জন্য বলেছিলেন তিনি, কিন্তু পরের মুহূর্তেই ঘটে গেল অকল্পনীয় ঘটনা।
মৃত তরুণীর বাবা-মা তাঁর হত্যাকারীদের বিচার চান। তাঁরা বলেন, “আমার মেয়েকে মেরে ফেলেছে এরা। লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেল।” মেয়েটির দেহে কোনও পোশাক ছিল না এবং আঘাতের চিহ্ন ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার তদন্তে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, “একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তদন্ত করে দেখা হচ্ছে।”
স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় শোকাহত। তাঁরা বলেন, মেয়েটি ছিল খুব ভালো মানুষ। তিনি সবসময় সবার কাজে সাহায্য করতেন। এলাকাবাসীরা প্রশ্ন তুলছেন, এই ঘটনার পেছনে কোনও বড় রহস্য আছে কি না।